ডেস্ক
Published:2021-06-08 04:17:57 BdST
কবি ও চিকিৎসক মোশতাক আহমদ রোকন অসুস্থ
ডা. শাহাদাৎ হোসেন রোমেল
__________________________
আমাদের ২৮ তম ব্যাচের গর্ব ও রত্ন, কবি মোশতাক আহমদ রোকন অসুস্থ । কিছুক্ষণ পরে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে প্রফেসর রাজিউল হক স্যার রোকনের অপারেশন করবেন। সবাই আমাদের বন্ধুর জন্য প্রার্থনা করবেন।
কবি মোশতাক আহমদ রোকনের লেখায় তার অসুখের বিবরণ বর্ণিত -
"আমার বাম চোখের পিছনে একটা টিউমার হয়েছে। ঈদের পর ধরা পড়ল। বিশেষজ্ঞ চিকিৎসকগণ সর্বসম্মতিক্রমে সার্জারি করার আগে একটা ঔষধের ট্রায়াল দিলেন। কিন্তু কাজ হল না। টিউমার বেড়ে গেল। অজ্ঞাতকুলশীল টিউমার। ব্যথা ক্রমাগত বাড়ছে। দিবসরজনী। লেখাপড়া বন্ধ। মূর্খ লাগছে নিজেকে। বাম চোখের দৃষ্টিও চলে গেছে আপাতত। এখন সমস্ত পরীক্ষা নিরীক্ষা শেষ করে অপারেশনের জন্য অপেক্ষা করছি। অপারেশন হলে টিউমারের পরিচয়টাও জানা যাবে। স্বস্তিও পাব হয়ত। জানি না আমি নিজে আবার কবে নিজের স্বাস্থ্যের অবস্থা লিখে জানাতে পারব। আমার পরিবার, আমার বন্ধুরা, আমার অফিস, আমার পাশেই আছে ও সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার চেষ্টা করছে। আমি ফোন ধরার মতো অবস্থায় নাই। সাহায্য নিয়ে লিখলাম। সবার দোয়া চাই।"
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       