ডেস্ক
Published:2021-05-23 05:38:58 BdST
সরল এই সাবান করোনা ভাইরাসকে পর্যুদস্ত করে
অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
বাংলাদেশের স্বাস্থ্যাচার্য
____________________________
সরল এই সাবান করোনা ভাইরাসকে পর্যুদস্ত করে।
রিয়ার ভিউ মিরারে করোনা , কিন্তু তবু আমরা স্বস্তির নিঃশ্বাস কিছুটা হলেও ফেলছি, তবে যাই চলে যাওয়া বছরের থেকে ভাল অবস্থানে আছি আমরা ।
কিছু শিক্ষা লাভ ঘটেছে । কঠোর সময় কঠোর নিয়ম আনে। 
আর সেজন্য একে নির্মূল করার হাজার রকম ব্যবস্থা অবশেষে এল সাবান। 
সরল সাবান ভাইরাস নিধনে খুব কার্যকর জানা গেল। এমনকি এলকোহল আর ডিসইনফেকটেনট এর চেয়েও।
কেন?
ভাইরাসের বাহিরের আবরনে আছে চর্বি । চর্বির বহিরাবরন। সাবান গলিয়ে দেয় ফ্যাট আর ভাইরাস ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় ।
আর হয়ে যায় নিষ্ক্রিয় ।
এলকোহল অবশ্য একই ভাবে ভাইরাস এ প্রভাব ফেলে তবে ভাইরাস্ কে ভেঙ্গে পড়তে দেয়না,
'
ভাইরাস নির্মিত প্রোটিন , আর এন এ আর লিপিড বা চর্বি দ্বারা ।ভাইরাস দেহ কোষে ঢুকে এর আধিপত্য নিয়ে নেয় আর নির্দেশ দিতে শুরু করে। এরা কোষকে বাধ্য করে ভাইরেল আর এন এ, প্রোটিন আর লিপিড তৈরি করতে এভাবে তৈরি হয় ভাইরাসের অসংখ্য প্রতিলিপি । দেহ কোষ বস্তুত হয়ে যায় ভাইরাসের নানা উপকরন একত্র করে নতুন ভাইরাস তৈরি করার কারখানা। এত ভাইরাস কোষে পরিপূর্ণ হলে কোষ দীর্ণ হয় আর ভাইরাস বেরিয়ে আসে কোষের বাইরে। এসব ভাইরাস বায়ু পথ আর ফুস্ফুসের কতৃত্ব নিয়ে নেয়। হাচি কাশির সাথে বেরিয়ে আসে ড্রপ লে ট যা ছিটকে যেতে পারে ৭-৩০ ফিট ।
ড্রপলে ট সেশে পড়ে ভুমিতে বেশ কিছু সময় বা দিন থাকতে পারে। পরতে পারে নানা স্থানে । এদের ছুলে সঙ্ক্রমন হতে পারে। 
শুধু পানি নয় সাবান পানি ছিন্ন করে ভাইরাসের চর্বি স্তর ভাইরাস ছিন্ন হয় আর হয় নিষ্ক্রিয় ।
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       