Dr. Azad Hasan
Published:2021-05-19 13:53:06 BdST
"এটা আমাদের রাজত্ব আমাদের দখলকৃত"
ডা. গিয়াসউদ্দিন আহমেদ বাহার
সিওমেক-১৭
__________________
এটা আমাদের রাজত্ব আমাদের দখলকৃত।।
কে তুমি এখানে!
এটা না সংরক্ষিত এলাকা
মহা দুর্ভেদ্য মহা অলংকৃত
তুমি জান এখানে কি হয়
দেশের বড় বড় ভাগ বাটোয়ারা
স্বাস্থ্য খাদ্য বাণিজ্য অর্থনীতি
সাহেদ রিজেন্ট হাসপাতাল দুর্নীতি
আমরাই সব করি ভাগাভাগি 
মোদের এক কলমের খোঁচার ফলশ্রুতি।
বিনা নোটিশে তুমি কেন এখানে
কেন করলে তথ্য চুরি 
তুমি সাংবাদিক নামধারী
তবে যে ফেঁসে যাব আমি!
চাও কি ফাঁসাতে আমারি
কত বড় স্পর্ধা তোমারি।
আসো দেখি তোমার কত শক্তি
করি একটু মল্লযুদ্ধ তুমি আমি।
এটা আমাদের রাজত্ব
এটা আমাদের করায়ত্ব
এটা আমাদের দখলকৃত
এটা সচিবালয় স্বীকৃত।।
১৮।৫।২০২১ (রাত)
লেখা টি ডাক্তার প্রতিদিন দপ্তরে পাঠিয়েছেন ডা.অাজাদ হাসান সিওমেক,
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       