ডেস্ক
Published:2021-05-17 17:02:58 BdST
সিলেট মেডিকেলের প্যালেস্টাইনি ডা.হাইসাম সুলতান, তুমি কি বেঁচে আছো!
ডা. জামান আলেক্স
______________________
যদি আপনাকে জিজ্ঞেস করা হয়-'আপনার Aim in life কি?'-আমি জানি এর উত্তরে একেকজন একেক কথা বলবেন। তবে যে যাই হতে চান না কেন, মূল টার্গেট কিন্তু ভালো থাকা, শান্তিতে থাকা, শান্তিতে রাতের ঘুমটা দিতে পারা....
হাইসাম আবু সুলতান, প্যালেস্টাইনের এক বোকাসোকা টাইপ আবেগী ছেলে। নিজের দেশ ছেড়ে বাংলাদেশে এসেছে ডাক্তারি শেখার জন্য, ২০০৪-০৫ সেশনে ভর্তি হলো সিলেট মেডিকেল কলেজে। তার খুব তাড়াহুড়ো, যাতে সে দ্রুত ডাক্তার হতে পারে।দ্রুত ডাক্তার হতে চাইলেও তার Aim in life কিন্তু আমাদের মত না....
বাঙালি বন্ধুরা মাঝে মাঝে টিটকারি মারেঃ
" আরে ঐ হাইসাম, এত তাড়াহুড়া করস কেন? আস্তে ধীরে ডাক্তার হ। তোর দেশের যে অবস্থা, গেলেই তো মারা পড়বি..."
দেশের কথা বলাতে আবু হাইসাম আরো আবেগী হয়, বুক সটান করে দৃঢ়ভাবে বলেঃ' দেশের জন্যই তো তাড়াতাড়ি ডাক্তার হতে চাই। ইজরায়েলীরা আমাদের সবাইকে আস্তে আস্তে মেরে ফেলতেছে। ওদের চিকিৎসা দেয়ার চিকিৎসকও এখন আর তেমন অবশিষ্ট নাই। আমারে দেশে ফেরত গিয়া আহত ভাইবোনদের চিকিৎসা দিতে হইব, আমার দিকে আমার দেশের মানুষ চেয়ে আছে। আমারে তাড়াতাড়ি ডাক্তার হতে হইব, তাড়াতাড়ি...'
কি এক অদ্ভুত পৃথিবীতেই না বসবাস করি! পৃথিবীর এক প্রান্তে আমরা যখন আসন্ন সেহেরী কিংবা ইফতারীতে কোন রেস্টুরেন্টে গিয়ে কোন প্ল্যাটারটা খাবো সেটা নিয়ে ইনডিসিশনে ভুগছি, পৃথিবীর আরেক প্রান্তে হাইসাম আবু সুলতানরা তখন তাদের অস্তিত্ব রক্ষার্থে লড়ে যাচ্ছে....
পৃথিবীর এক প্রান্তে আমরা যখন আমাদের পরিবারকে নিয়ে নিঃশঙ্ক চিত্তে রাতে ঘুমোতে যাচ্ছি, আরেক প্রান্তে চিকিৎসক হাইসাম তখন তার রক্তমাখা দেহকে অগ্রাহ্য করে তার আহত পরিজনকে স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে তাদের চিকিৎসা সেবাকে নিশ্চিত করছে....
[বি.দ্র.- বিবিসি'র অনলাইনের খবরঃ 'ইসরায়েলী হামলায় ৫২ জন ফিলিস্তিনী মৃত, ২০০০ আহত'।
হাইসাম আবু সুলতান কি বেঁচে আছে? আমি জানি না। তবে ছেলেটার বেঁচে থাকাটা খুব প্রয়োজন.....]
©ডা. জামান আলেক্স
১৫ জুলাই, ২০১৮
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       