Dr.Liakat Ali
Published:2021-05-08 18:39:15 BdST
বাংলাদেশে অতিমারীতে ডাক্তার মৃত্যুর সংখ্যা পশ্চিমবঙ্গের তুলনায় প্রায় দ্বিগুণ, কেন, কারণ কি!
ডা. লিয়াকত আলী 
________________________
বাংলাদেশে অতিমারী করোনায় ডাক্তার মৃত্যু র সংখ্যা পশ্চিম বঙ্গ র তুলনায় প্রায় দ্বিগুণ। 
দুই বাংলা র জনসংখ্যা, ডাক্তার সংখ্যা, স্বাস্থ্য সেবা সেক্টরে ডাক্তার দের অংশ গ্রহণ ; ইত্যাদি বিবেচনায় এমনটি হওয়ার কথা নয়। 
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন বিএমএ র তথ্য অনুযায়ী বাংলাদেশে ডাক্তার মৃত্যু ১৫৫ জন ছাড়িয়ে গেছে।
অন্যদিকে ইন্ডিয়ান মেডিকেল এসোসিয়েশন এর পশ্চিমবঙ্গর হিসেবে এ পর্যন্ত ৮০জন ডাক্তার মারা গেছেন ওপার বাংলায়।
দু বাংলা র আকার আয়তন জনসংখ্যা ডাক্তার সংখ্যা স্বাস্থ্য সেবা বিভাগের কাজের তুলনামূলক বিবেচনায় এরকম দ্বিগুণ হওয়াটা বেশ অবাক করে। 
বন্ধু দের সঙ্গে কথা বলে দেখেছি।
তাঁদের কাছে যে সব মতামত পেলাম, লিখছি।
১.
বাংলাদেশি ডাক্তাররা কলকাতার তুলনায় বেশী সেবা দিয়েছে করোনা কালে, তাই মৃত্যু অতিরিক্ত বেশী।
২. বাংলাদেশি ডাক্তাররা প্রাইভেট প্রাকটিস করেছে, অপারেশন টেবিলে গেছে, সোজা কথায় রোগী সেবা বেশী বেশী করেছে, ফল তাই হয়েছে। 
পক্ষান্তরে কলকাতার ডাক্তাররা কনজুস হলেও করোনা কালে চেম্বার করেছে কম। টাকার চেয়ে জানের মায়া তাদের বেশী। তাই মৃত্যু কম।
৩. এটা চরম সত্যি যে, বাংলা দেশি ডাক্তারদের একটি অংশ এমবিবিএস, এমডি করেও অদ্ভুত ভাবে বিশ্বাস করে কুসংস্কারে। মনে করে, তাদের করোনা হবে না। হায়াত মওত আল্লাহর হাতে। আজরাইল করোনা নিয়ে আসতে পারে। মনে চাইলে আজরাইল ক্যান্সার নিয়ে আসতে পারে। তাই মওত নিশ্চিত। সুতরাং করোনায় বিশ্বাস না করে আখের গোছানো ভাল।
৪.
প্রশ্ন হল কলকাতায় ধর্মান্ধ ডাক্তার কি বাংলা দেশের চাইতে কম। মনে হয় না। বাংলা দেশের যেমন জামাতী তাবলীগ ডাক্তার কম নয়। কলকাতা য় বিজেপি সমর্থক ডাক্তার কম নয়। 
কিন্তু কলকাতার ধর্ম পালনকারী ডাক্তাররাও মারাত্মকভাবে বিজ্ঞানভীরুও। তারা হিন্দু ধর্ম র নাম নিয়ে বিজ্ঞানকে চ্যালেঞ্জ করেন না। 
ওমন বেকুব এমবিবিএস ডাক্তার কলকাতায় পাওয়া যাবে না। তারা লক্ষ্মীপূজা, সরস্বতী পূজা করে বিদ্যা ও ধনলাভের জন্য। বিজ্ঞান জ্ঞান লাভের জন্যও। 
তাছাড়া,সম্ভবত কলকাতার ডাক্তাররা স্বাস্থ্য বিধি পালন করার ব্যাপারে বাংলাদেশি বেকুব করোনা অবিশ্বাসী ডাক্তারদের তুলনায় অনেক বেশি সতর্ক ও প্রফেশনাল। 
সেটা মানতেই হবে। 
পত্রিক য় দেখলাম, এক বাংলাদেশি ছাগল লিজেন্ড বলেছে, করোনা থেকে বাঁচতে ডাক্তার নয়, মসজিদের ইমামের কাছে নাকি যাওয়া ভালো। 
এসব কথা মনে মনে বিশ্বাসকারী এমবিবিএস বাংলাদেশি ডাক্তার কম নয়। 
কলকাতায় এসব গাধার বাচ্চা টাইপ কথা বিতরণ কারী হিন্দু ধর্মগুরু কম নয়। 
এমবিবিএস ডাক্তার রা মন্দিরে যান, কিন্তু ও-ই সব পুরোহিত দের দুই রুপীর ভিক্ষা জীবির চেয়ে বেশি মূল্য দেন না।
আমার কথায় দাঙ্গা হাঙ্গামা করবেন না। চাচা যাপন প্রাণ বাঁচা। 
সাবধানে থাকতে অনুরোধ করছি ডাক্তার ভাইবোন। 
সেজন্যই এই লেখা।
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       