ডেস্ক
Published:2021-04-28 04:13:25 BdST
বাংলাদেশের বিশিষ্ট চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা হানিফ কবির আর নেই
ডেস্ক 
----------------
বাংলাদেশের বিশিষ্ট চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা  হানিফ কবির আর নেই। 
বিশিষ্ট চিকিৎসক কামরান জাহাঙ্গীর জানান,
আমার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ১৪ তম ব্যাচের সহপাঠী বন্ধু, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের প্রাক্তন চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ হানিফ কবির কোভিড পরবর্তী জটিলতায় হৃদরোগে আক্রান্ত হয়ে আজ সকাল সাড়ে আটটায় আনোয়ার খান মর্ডান হাসপাতালে মারা গেছেন। গভীর শোক প্রকাশ করছি।
ডাক্তার প্রতিদিন সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিদ্যার প্রফেসর ডা সুলতানা আলগিন এক শোক এপিটাফ এ প্রয়াত চিকিৎসকের বিদেহী আত্মা র শান্তি কামনা করেন। 
বলেন,প্রয়াত ডা হানিফ কবির সজ্জন লোক সেবী চিকিৎসক হিসেবে সর্ব মহলে সকলের মনে জয় করেছিলেন। 
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       