অসিত মজুমদার
Published:2021-03-06 07:00:35 BdST
ডায়াবেটিস চিকিৎসায় ইনসুলিনের ব্যবহারঃ ১৫টি পয়েন্ট
ডা অসিত মজুমদার
-------------------------------
ডায়াবেটিস চিকিৎসায় ইনসুলিনের ব্যবহারঃ
১) টাইপ-১ ডায়াবেটিস
২) গর্ভকালীন ডায়াবেটিস
৩)সার্জারী
৪) যে কোন স্ট্রেসফুল অবস্থা
৫) ডায়াবেটিস নির্ণয়ের সময় সুগারের মাত্রা বেশী হওয়া
৬) ডায়াবেটিক কিটোএসিডোসিস
৭) হাইপার অসমোলার নন কিটোটিক ডায়াবেটিক কোমা
৮) মুখে খাবার ট্যাবলেট দ্বারা ডায়াবেটিস নিয়ন্ত্রণে না এলে।
৯) মনে রাখবেন ইনসুলিনের খরচ কখনো কখনো ট্যাবলেট এর চেয়ে কম হয়।
১০) ইনসুলিন চিকিৎসা কখনো কখনো তুলনামূলকভাবে স্বাস্থ্যের জন্য খুব ভাল।
১১) ইনসুলিন একবার দিলে সারাজীবন দিতে হবে এমন কোন নিয়ম নাই।
১২) ব্যবহার করা একবার শিখে নিলে ইনসুলিন দেয়া খুব সহজ।
১৩) অত্যাধুনিক ইনসুলিন ব্যবহার একেবারেই ব্যথামুক্ত।
১৪) যে কোন জটিল রোগ একই সঙ্গে থাকলে ইনসুলিন ব্যবহার উত্তম।
১৫) বার বার সুগারের মাত্রা কমে গেলে কিডনীর প্রোফাইল চেক করানো উচিত।
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       