Dr. Aminul Islam
Published:2020-11-22 22:10:51 BdST
মামুনের মুক্তির জন্য ২৪ ঘন্টার আলটিমেটাম বিএমএর : নইলে সারা বাংলায় তীব্র আন্দোলন
ডেস্ক
ডা মামুনের মুক্তি দাবিতে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন বিএমএ ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে। অাগামী ২৪ ঘন্টার মধ্যে ডা মামুনকে মুক্তি না দিলে দেশজুড়ে বাংলাদেশের ডাক্তাররা তীব্র কঠোর আন্দোলনে নামবেন।
বিএমএ সভাপতি ডা মোস্তফা জালাল মহিউদ্দীন ও মহাসচিব ডা ইহতেশামুল হক চৌধুরী এই কথা জানান। অাজ বিএমএ র জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়, জানান দপ্তর সম্পাদক ডা শেখ শহিদুল্লাহ।
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       