ডাক্তার প্রতিদিন
Published:2020-05-11 18:45:29 BdST
করোনার করাল ছোবলে চলে গেলেন ফরেনসিক মেডিসিনের কিংবদন্তি অধ্যাপক ডা.আনিসুর
ডেস্ক 
_____________________
করোনার করাল ছোবলে চলে গেছেন বাংলাদেশের ফরেনসিক মেডিসিনের কিংবদন্তি অধ্যাপক ডা.আনিসুর রহমান। 
চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের তথ্যাধার প্লাটফর্ম এক শোকবানীতে ডা. শুভ কুমার ভৌমিক জানান, 
চলে গেলেন ফরেনসিক মেডিসিনের কিংবদন্তি প্রফেসর ডা.আনিসুর রহমান স্যার,
প্রফেসর ডা. আনিসুর রহমান স্যার আজকে ১১/৫/২০২০ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। 
বিশ্বাস হচ্ছেনা, স্যার আর আমাদের মাঝে নাই। স্যার আমাদের অনেক স্নেহ করতেন। 
পরমপিতা স্যার কে স্বর্গ বাসী করুন।
অধ্যাপক ডা.আনিসুর রহমানকে নিয়ে স্মৃতিকথা লিখেছেন মনেরোগ বিশেষজ্ঞ ডা. ফাতেমা জোহরা।
তিনি লেখেন , এই বছরের শুরুর দিককার কথা।তখন আমি বিভিন্ন মেডিকেলে সিভি দিচ্ছিলাম চাকরির জন্য।তো তেমন একদিন আমি নর্দান মেডিকেলে ও গেলাম সিভি দিতে।তখন আমার সাথে পরিচয় হল সেখানকার অধ্যক্ষ প্রফেসর ডা. আনিসুর রহমান স্যারের সাথে।আমি অপেক্ষা করছিলাম বাইরে।উনি ডেকে নিলেন। আমার কাছে পরিচয় জানতে চাইলেন।আমি সাইকিয়াট্রিস্ট শুনে ভীষণ খুশি হলেন।আমরা কি কি কাজ করি,সারাদেশে কি অবস্থা মানসিক রোগীদের,তাদের চিকিৎসার ব্যাপারে, মেডিকেল কলেজের স্টুডেন্টদের এই বিষয়ে জানা উচিত এবং আরও অনেক কথা হল।খুব অমায়িক ব্যবহার উনার।খুব আগ্রহ দেখলাম সাইকিয়াট্রির প্রতি।উনি বললেন পরে আমার ব্যাপারে ডিরেক্টর স্যারের সাথে কথা বলে জানাবেন।পরে আর কথা হয়নি।এরপর করোনা এসে সবকিছু ওলটপালট হয়ে গেল।পরিস্থিতি বদলে গেল।আজ সকালে উনার মৃত্যু সংবাদ শুনে খুব খারাপ লাগছে।যদিও স্বল্প সময়ের পরিচয় তবুও মনে হয়েছিল কতদিনের চেনা একজন মানুষ। স্যারের এইভাবে চলে যাওয়াটা খুব কষ্টের।তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।ওপারে ভাল থাকুন স্যার
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       