ডাক্তার প্রতিদিন
Published:2020-05-10 15:21:54 BdST
নীরব করোনা বাহক
অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী 
______________________
নীরব করোনা বাহক হল যারা করোনা সংক্রমিত হলেও এদের উপসর্গ থাকেনা। 
গবেষণায় দেখা গেছে সংক্রমিত লোকদের ৮০ শতাংশ নীরব বাহক। 
অন্য আরেক গবেষকের কথা বেশির ভাগ নীরব বাহক থাকেন উপসর্গ পূর্ব পর্যায়ে । আর পরে এদের হয় মৃদু নয়ত মাঝারী উপসর্গ
আর এরা হয়ে থাকে নথি ভুক্ত নন এমন বাহক। । সংক্রমিত লোকেরা উপসর্গ পূর্ব অবস্থায় সংক্রমণ ছড়াতে পারেন কারন সে সময় তাদের থাকে বিশাল ভাইরেল লোড । কেন কিছু লোক উপসর্গ বিহীন বাহক হন এ ব্যাপারে গবেষক রা নিশ্চিত নন।অনেকের হয় জীবন সংশয়ী জটিলতা ।তথ্য উপাত্তে দেখা গেছে উপসর্গ হীন বাহকরা সাধারণত শিশু আর তরুন । কো ভি ড ১৯ উপসর্গ প্রকাশ পেতে ১৪ দিন পর্যন্ত সময় লাগতে পারে । এই সঙ্ক্রমনের পরিণতি অনেকটা আমাদের ইম্মুন সিস্টেম প্রভাবিত করে । উপ্তিকালে ইম্মুন সিস্টেম এর জোরালো প্রতিক্রিয়া শরীরের ভেতরে ভাইরাসের সংখ্যা সীমিত করতে পারে আর ফুস্ফুসে এদের যেতে ব্যহত করতে পারে ফুস্ফুসে কি পরিমান ভাইরাস সফলভাবে যাবে তা নিয়ন্ত্রন করতে পারে । আমাদের অসুস্থ হওয়াটার পরিমান অনেকটা এর উপর নির্ভরশীল । ভাইরাসের প্রতি শরীরের ইম্মুন প্রতিক্রিয়ার উপর আমাদের সুস্বাস্থ্য অনেকটা নির্ভর শীল ।শিশুদের ইম্মুন সিস্টেম অপরিণত কিন্তু তারা ততটা করোনা আক্রান্ত হয়না । একটি তত্ব হল শিশুদের অন্তজাত ইম্মুন প্রতিক্রিয়া পূর্ণ বয়স্কদের তুলনায় সবল ।সংক্রমণের পরিণতি র উপর প্রভাব ফেলে
জেনে টিক বিভিন্নতা । ভাইরাস খুব আগে ভাগে চিহ্নিত হল , ধরা পড়ল । কিন্তু কিছু কিছু দেহে জোরালো আর দীর্ঘ সাইটো কিন প্রতিক্রিয়া শুরু হয় । সাইটো কিন ঝড় (cytokine storm) খুব বিশাল আর কখনও হয় প্রান নাশী প্রতিক্রিয়া । এতে ঘটে অনেক প্রদাহ আর দেহ যন্ত্রের বিনাশ । বয়স্ক লোক আর যাদের আগে আছে ক্রনিক ফুস্ফুস সঙ্ক্রমন এদের কে গুরুতর শ্বাস যন্ত্রের ব্যধি (Acute respiratory distress syndrome )প্রবন করে তোলে । একটি ত ত্ব হল বয়স্ক লোকের থাকে কম ACE2 রিসেপ্টার ফুস্ফুসে । এ সি এ ২ রিসেপ্টার মানব দেহে ভাইরাস কে ঢুকতে যেমন সাহায্য করে তেমনি এটি শরীরের ইম্মুন রেসপন্স কে নিয়ন্ত্রণ করে । আর দেহে প্রদাহ পরিমান কত টুকু হবে তাও । অথচ শিশুদের ফুস্ফুসে বেশি থাকে এ সি এ ২ রিসেপ্টার । কিন্তু তারা পূর্ণ বয়স্কদের মত এত আক্রান্ত হয়না ।
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       