Ameen Qudir
Published:2020-04-06 23:00:41 BdST
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বিশ্ববাসীর উপলব্ধি
ডা. সাঈদ এনাম
_______________________
সমাজের অজপাড়া গাঁয়ের যে সকল মেধাবী ছেলেপুলে পড়াশুনায় খুব ভালো, মেধাবী এক নাম্বার তাদেরকে কি কেউ কখনো পাত্তা দেয়? এক টাকা স্কলারশিপ দিয়ে বা স্পন্সর করে তাকে কি কেউ লেখাপড়ায় উৎসাহ দেয়? দেয় না, অথচ তারাই একসময় ডাক্তার, ইঞ্জিনিয়ার আর রিসার্চার হয়ে আমাদের জীবন বাঁচায়, আমাদের জীবনকে সাজায়।
অপরদিকে সাধারণত 'পড়াশোনায় গোল্লা মারা' 'উড়নচণ্ডী', 'বাপে তাড়ানো', 'মায়ে খেদানো' ছেলে পুলে, যে গুলো কেবল টু টু করে ঘুরে বেড়ায়, বলে জোরে লাথি দেয় বা হাত দিয়ে জোরে বল ছুড়ে, সে ছেলেগুলোকে নিয়ে বিশ্বের নামী দামী লোক আর ক্লাব গুলো মাতামাতি করে, হুমড়ি খেয়ে পড়ে।
আইডল হান্টার, টেলেন্ট হান্টার, পেসার হান্টার ইত্যাদি নাম দিয়ে অনুষ্ঠান করে তাদেরকে অজ-পাড়াগাঁ থেকে ধরে আনে আর তাদের পিছনে স্পন্সর করে বিলিয়ন বিলিয়ন ডলার। মেধাবী ছেলেটার চোখ দিয়ে তখন টল টল করে চোখের জল পড়ে।
আজ করোনাভাইরাস এর সাথে জীবন মরণ যুদ্ধে সে বিষয়টি সবার সামনে এসেছে। আগে'তো জীবন বাঁচাতে হবে তার পরেনা জীবন রাঙাবেন বা ফুর্তি করবেন।
২. 
কেবল হাঁচি কাশি নয়, করোনা আক্রান্ত রোগী নিঃশ্বাসের সাথেও করোনা ভাইরাস ছড়ায়।
সরকারি নির্দেশনা মেনে চলুন।
ঘরে থাকুন।
হাত সাবান দিয়ে ধৌত করুন।
গ্লাভস হাতে থাকলে, গ্লাভস দিয়ে নাক মুখ বা চুল ধরবেন না। প্রয়োজনে গ্লাভস সাবান পানি দিয়ে ধুবেন বার বার। 
বাহিরে বের হলে মাস্ক ব্যবহার অবশ্যই করবেন।
আর অযথা বাহিরে ঘুরাফেরা করবেন না।
চিকিৎসকের নিকট কোন কিছু গোপন করবেন না। প্রয়োজনে টেলিফোনে সাহায্য নিন।
লিঙ্ক :
https://edition.cnn.com/2020/04/02/health/aerosol-coronavirus-spread-white-house-letter/index.html
____________________
 
ডা. সাঈদ এনাম
এসিস্ট্যান্ট প্রফেসর অব সাইকিয়াট্রি।।
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       