Ameen Qudir
Published:2018-07-10 18:59:22 BdST
হাইকোর্ট ডাক্তারদের বিরুদ্ধে কিছু বলেন নি: হলুদ সাংবাদিকরা সত্যকে অবমাননা করেছে
ডা. সুবীর সাহা 
__________________________
দেশের শত্রু হলুদ সাংবাদিকতা আবারও একটি অন্যায় নজির রাখল। মহামান্য 
হাইকোর্ট ডাক্তারদের বিরুদ্ধে কিছু বলেন নি: বরং হলুদ সাংবাদিকরা সত্যকে বিকৃত করে আদালত অবমাননা করেছে । 
এখন এই হলুদ ও অশিক্ষিত সাংবাদিকতার বিরুদ্ধে আমাদের এবং সকল পেশাজীবির সোচ্চার হওয়া দরকার। ডা. আতিকুজ্জামান ফিলিপের সঙ্গে সহমত হয়ে বলতে চাই, 
তারা শুধু চিকিৎসক এবং রুগির মাঝেই দুরত্ব তৈরি করে ক্ষান্ত হয়নি, এখন তারা আদালতের সাথেও চিকিৎসকদের দূরত্ব তৈরির পায়তারা করছে!
৯ জুলাই হাইকোর্টের এক রায়ে বলা হয়েছে,
'কিছু দুর্বৃত্তের কারনে ডাক্তারি পেশার সুনাম ক্ষুন্ন হচ্ছে।'
অথচ আমরা দেখলাম কিছু কিছু মিডিয়া শিরোনাম করলো,
'দেশে ডাক্তারি পেশা দুর্বৃত্তের পেশায় পরিণত হয়েছে।'
কি ভয়ঙ্কর অসততা। এরকম চলতে থাকলে রাষ্ট্রের সকল স্তম্ভ ক্ষতিগ্রস্থ হবে। অসৎ ও হলুদ মিডিয়ার অব্যাহত মিথ্যা নোংরা প্রপাগান্ডার কারেণে আজ দেশের স্বাস্থ্য সেক্টর প্রচন্ড হুমকির মুখে। সরকারি বেসরকারি দুই সেক্টরে রই বিশ্বের সকল দেশের তুলনায় সর্বনিম্ন খরচে চিকিৎসা সেবা পাওয়া যায় বাংলাদেশে। কিন্তু মিডিয়া মাস্তানি ও দুর্বৃত্তপনার কারণে এই পেশা কুৎসিত অপপ্রচারের শিকার। 
কিভাবে তারা দিনকে রাত আর রাতকে দিন বানাচ্ছে!
আমরা দেখেছি খোদ প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃতি করতেও তারা পিছুপা হয়নি!!
তাদের এই সর্বগ্রাসী দৌরাত্মের শেষ কোথায় ?
দেশের চিকিৎসা ব্যাবস্থায় চলমান অস্থিরতা প্রতিরোধে এই অপসাংবাদিকতা রুখতে হবে সর্বাগ্রে।
আর এই স্পর্শকাতর দুরুহ কাজে সৎ সাংবাদিকসমাজ ও রাষ্ট্রযন্ত্রকে যেমন সক্রিয় হতে হবে ঠিক তেমনি আমাদের চিকিৎসকদেরকেও পেশার মান রক্ষায় মুষ্টিমেয় হাতেগোনা কতিপয় দুর্বৃত্তকে প্রতিরোধ করতে এগিয়ে আসতে হবে।
ডাক্তার প্রতিদিনে চিকিৎসক নেতা ডা. আতিকুজ্জামান ফিলিপের লেখায় অনুপ্রানিত হয়ে লেখা। তার কিছু তথ্য এখানে সৌজন্য নেয়া হয়েছে।
________________________
ডা. সুবীর সাহা । টাঙ্গাইল
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       