Ameen Qudir
Published:2018-07-09 03:07:46 BdST
ক্লিনিক হাসপাতালে ন্যাক্কারজনক অনুপ্রবেশ : বিক্ষোভে ফুঁসছে চট্টগ্রামের চিকিৎসক সমাজ
ডেস্ক 
_______________
ক্লিনিক হাসপাতালে ন্যাক্কারজনক অনুপ্রবেশ : বিক্ষোভে ফুঁসছে চট্টগ্রামের চিকিৎসক সমাজ । তারা সাফ জানিয়ে দিয়েছেন, চিকিৎসা প্রতিষ্ঠানে কোন রকম মিডিয়া মাস্তানি গুন্ডামি সহ্য করা হবে না।
ডাক্তার সমাজ বলছে, 
সাংবাদিক কর্তৃক বেসরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠানের উপর নগ্ন হামলার প্রতিবাদে, জেলা, উপজেলা সহ সকল স্তরে প্রাইভেট প্র্যাকটিস সহ ,ডায়াগনস্টিক সেন্টার,বেসরকারি ক্লিনিক হাসপাতালে চিকিৎসা সেবা অনিদিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে। 
তাদের বক্তব্য, চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে অস্ত্র তাক করে ভীতিকর পরিস্থিতি তৈরি করে হয়রানি মূলক রোগীর এন্ট্রি বন্ধ করে,ল্যাবরেটরি কার্যক্রম বন্ধ করে,অপারেশন থিয়েটার ও আইসিইউ এর মত সংবেদনশীল সংরক্ষিত স্থানে নির্ধারিত পোষাক ব্যতিত সাংবাদিক সহ সদলবলে ন্যাক্কারজনক অনুপ্রবেশ এর প্রতিবাদে বেসরকারী চিকিৎসা প্রতিষ্ঠান সমিতি, চট্টগ্রামের উদ্যোগে অনির্দিষ্টকালের জন্য সকল প্রকার চিকিৎসা কার্যক্রম ও পরীক্ষা নিরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে ।
এ ব্যাপারে চট্টগ্রাম বিএমএ নেতৃবৃন্দ এক বিবৃতির বিবরণ_____________

বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান সমিতির বিবৃতির বিবরণ _____________

আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       