Ameen Qudir
Published:2018-07-04 16:14:20 BdST
চিকিৎসা চলাকালীন মৃত্যু বনাম ভুল চিকিৎসায় মৃত্যু
ডা.মোহাম্মদ হুমায়ুন কবির
__________________________
নিষ্পাপ শিশু রাইফার বিদেহী আত্মার শান্তি কামনা করি ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। তদন্তে কারো অপরাধ প্রমাণিত হলে আইনানুগ শাস্তি চাই।তদন্ত চলাকালীন সময়ে চিকিৎসা বা সাংবাদিকতার বিষোদগার না করে নিজেদের আত্মঘাতী হওয়া থেকে বিরত রাখি।চিকিৎসায় আবেগের কোন স্থান নেই,ঝুঁকিপূর্ণ জটিল চিকিৎসাবিজ্ঞান চর্চাকে বিজ্ঞান দিয়েই যাচাই করতে হবে।পত্রিকার প্রতিবেদন অনুযায়ী শিশু রাইফার ভাগ্যে যা ঘটেছে তার নির্মম সত্যটি বুঝতে শিশু বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই,পৃথিবীর যে কোন দেশের একজন শিক্ষানবীশ স্নাতক চিকিৎসকই যথেষ্ট, তদন্তে কী আসবে তা দিবালোকের মতো পরিষ্কার।
চিকিৎসককে কাঠগড়ায় দাঁড় করানোর আগে চিকিৎসা,আইন,মানহানি ইত্যাদি ভালো করে বুঝে নিন।তদন্তে প্রমাণিত অপরাধী চিকিৎসকেরই শুধু শাস্তি প্রযোজ্য।অযথা চিকিৎসককে হয়রানি দিনশেষে দেশ ও দশের ক্ষতি,যা কোন সভ্য মানুষের কাম্য নয়।
__________________________
ডা.মোহাম্মদ হুমায়ুন কবির
হৃদরোগ বিশেষজ্ঞ
৯২-৯৩ সেশন
রংপুর মেডিকেল কলেজ
[email protected]
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       