Ameen Qudir
Published:2018-05-28 16:04:22 BdST
বাবা ছেলে মেডিকেলের ডাক্তার: কত কষ্ট করে কত বড় বড় ডিগ্রি নিয়েছেন তারা
স্যারদের ডিগ্রি দেখেছেন,অনেক বড় ডিগ্রী,অনেক বড় স্যার উনারা,অনেক কষ্ট করে এত বড় ডিগ্রি লাভ করেছেন।
ডা. কামরুল হাসান সোহেল 
___________________________
আপনারা সবাই স্যারদের কাছে চিকিৎসা নিবেন,অবশ্যই নিবেন। স্যারদের ডিগ্রি দেখেছেন,অনেক বড় ডিগ্রী,অনেক বড় স্যার উনারা,অনেক কষ্ট করে এত বড় ডিগ্রি লাভ করেছেন।উনারা বাবা ছেলে,বাবা ছেলে মেডিকেল হলে বসে দীর্ঘ ২৫ বছর যাবত চিকিৎসা দিয়ে যাচ্ছেন,আপনারাও তাদের সেবা নিয়ে নিজেরা ধন্য হচ্ছেন। কিন্তু দীর্ঘ ২৫ বছরেও তাদের কেউ জানালো না যে এমবিবিএস ও বিডিএস পাস করা ছাড়া কেউ তাদের নামের আগে ডাঃ লিখতে পারেনা? লিখলে জেল,জরিমানা করা হবে।
__________________________
 
আজীবন সদস্য, স্বাধীনতা চিকিৎসক পরিষদ , কুমিল্লা জেলা।
কার্যকরী সদস্য স্বাধীনতা চিকিৎসক পরিষদ
আজীবন সদস্য,বিএমএ কুমিল্লা।
সেন্ট্রাল কাউন্সিলর, বিএমএ কুমিল্লা
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       