Ameen Qudir
Published:2018-04-09 02:53:20 BdST
বিশেষ বিসিএসে ৪৫৪২ সহকারী সার্জন ও ২৫০ সহকারী ডেন্টাল সার্জন নিয়োগের প্রজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট 
___________________
শুধুমাত্র ডাক্তার নিয়োগ দিতেই ৩৯ তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। রবিবার বিকেলে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
৪৫৪২ জন সহকারী সার্জন এমবিবিএস ডাক্তার নিয়োগ দেয়া হবে এবং ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন দন্ত চিকিৎসক নিয়োগ দেয়া হবে। ৩০ এপ্রিলের মধ্যে যোগ্যতা সম্পন্নদের আবেদন করতে বলা হয়েছে। আবেদন করা যাবে অনলাইনের মাধ্যমে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেকোন সময় নিয়োগের এই সংখ্যায় পরিবর্তন হতে পারে। আবেদনের দিন অর্থাৎ ৩০ এপ্রিলে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ ও সর্বনিম্ন ২১ হতে পারবে।
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       