Ameen Qudir
Published:2018-04-03 15:19:41 BdST
ভূয়া ডাক্তার রোধে ভিজিটিং কার্ড,প্রেস্ক্রিপশন ও সাইন বোর্ডে বি এম ডি সি রেজিঃ ব্যাবহার করুন
প্রতিকী কার্ড। এতে রেজি: নম্বরও থাকার প্রস্তাব।
 
ডা. আতিকুর রহমান 
_________________________
ভূয়া ডাক্তারদের দৌরাত্ম ভয়ংকরভাবে বাড়ছে। খোদ রাজধানী ঢাকার কথিত নামকরা ডায়াগনস্টিক সেন্টারে পর্যন্ত এইট পাস, ইন্টার পাস সার্জন ও ভয়ংকর ডাক্তারদের উপস্থিতি এটাই প্রমান করে, বাংলাদেশের প্রকৃত চিকিৎসক সমাজ ও চিকিৎসা ব্যবস্থার বিরুদ্ধে গভীর কোন ষড়যন্ত্র চলছে। খোলা চোখে তা আমরা দেখতে পাচ্ছি না। এই মহাদুর্যোগ ডাক্তারদেরকেই মোকাবেলা করতে হবে। নইলে বাংলাদেশের চিকিৎসা সেবা মারোয়ারী বেনিয়া ও অবাঙালী হাসপাতালের দালালদের হাতে চলে যাবে।
এজন্য কিরা দরকার, সেসব নিয়ে সবাই পরামর্শ দিন। আলোচনা করুন। পথ বেরিয়ে আসবেই। শুধু ডাক্তারদের সংখ্যা ইতর প্রানীর মত বাড়ালেই চলবে না। মানসম্মত ডাক্তার চাই। তাই আমার প্রস্তাব হল, প্রিয় চিকিৎসক ভাইয়েরা বোনেরা, আসুন আমরা সবাই আমাদের ভিজিটিং কার্ড,প্রেস্ক্রিপশন ও সাইন বোর্ডে বি এম ডি সি রেজিঃ নম্বর ব্যবহার করি।
এটাই হোক ভূয়া ডাক্তার দের বিরুদ্ধে আমাদের মুখজবাব পদক্ষেপ।
আর ভূয়া ডাক্তারদের বিরুদ্ধে আপনারাও সচেতন হোন। কোথাও কোন ডাক্তারের ব্যাপারে সন্দেহ হলে খোঁজ নিন। কোন মেডিকেল, কোন সাল, কাদের বন্ধু ; এটা কোন কঠিন ব্যাপার নয়। 
_____________________________
ডা. আতিকুর রহমান , রাজশাহী মেডিকেল কলেজ ।
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       