Ameen Qudir
Published:2018-02-28 17:38:58 BdST
চিকিৎসকদের নিয়ে আর কত নেগেটিভ নিউজ ? কোয়াকদের বিরুদ্ধে তো জীবনেও দেখলাম না
ডা. কামরুল হাসান সোহেল
__________________________
চিকিৎসকদের বিরুদ্ধে আর কত নেগেটিভ নিউজ করবেন ? কোয়াকদের বিরুদ্ধে তো জীবনেও একটা নিউজ করতে দেখলাম না, ধারাবাহিক প্রতিবেদন তো কল্পনাতীত।
চিকিৎসকদের নামের পাশে এইসব কিসের ডিগ্রী হেডলাইন দিয়ে নিউজ করতে এসেছেন?
যাদের ডিগ্রীগুলো নিয়ে প্রশ্ন তুলেছেন তারা সবাই প্রকৃত চিকিৎসক। তারা উচ্চতর ডিগ্রী নিচ্ছে, কেউ হয়তো এফসিপিএস পার্ট-১ পাস করেছে, কেউ হয়তো এমডি/এম এস(১ম পর্ব) পাস করেছে তা ই লিখেছে তার ডিগ্রীতে। এইটা কি মহা অন্যায় করে ফেলেছে? সে আজ না হয় কাল তার উচ্চতর ডিগ্রী সম্পন্ন করে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে আত্মপ্রকাশ করবেই।
যারা কোয়াক, যাদের চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে কোন ধারণা নেই, যারা শুধু পৈতৃক সুত্রে ডাক্তারি করছে যুগের পর যুগ,যাদের অপচিকিৎসায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ জনগণ তাদের নিয়ে তো নিউজ করেন না। কেন করবেন? তারা হয় আপনার আত্মীয়-স্বজন নাহয় মাসে মাসে ভাল মাসোহারা পান তাদের কাছ থেকে তাই নিউজ করেন না।
__________________________--

ডা. কামরুল হাসান সোহেল
আজীবন সদস্য, স্বাধীনতা চিকিৎসক পরিষদ , কুমিল্লা জেলা।
কার্যকরী সদস্য স্বাধীনতা চিকিৎসক পরিষদ
আজীবন সদস্য,বিএমএ কুমিল্লা।
সেন্ট্রাল কাউন্সিলর, বিএমএ কুমিল্লা
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       