Ameen Qudir
Published:2018-01-31 23:17:19 BdST
বইয়ের খবর তারুণ্যের কবি ডা. জিয়া সাঈদের কাব্যগ্রন্থ মেলায় আসছে
ডাক্তার প্রতিদিন 
_________________________
বাংলা একাডেমীর অমর একুশে গ্রন্থমেলায় দেশের শতাধিক চিকিৎসা পেশাজীবী কবি সাহিত্যিকের বই বের হচ্ছে। 
ফেব্রুয়ারি মাস জুড়ে ডাক্তার প্রতিদিন এসব বইয়ের খবর প্রকাশ করবে। 
আজ জানাচ্ছি চির তারুণ্যের কবি জিয়া সাঈদের কবিতার বইয়ের কথা। তার আসছে কবিতার বই । নাম আয়নায় অপরাহ্ণ ।

প্রথম প্রকাশ : বইমেলা, ২০১৮
প্রকাশক : অন্বেষা প্রকাশন,
প্যাভিলিয়ন-২২, সোহরাওয়ার্দী উদ্যান..
বইটি অন্বেষা প্রকাশনসহ আরও কিছু স্টলে পাওয়া যাবে।


আয়নায় অপরাহ্ণ থেকে একটি মুদ্রিত কবিতা

কবি জিয়া সাঈদকে
 নিয়ে তার বন্ধু ডা. টিটো চৌধুরীর ক্যাম্পাস স্মৃতি ______________________
আজ এ ছবি টি আমার বন্ধুবর জিয়া সাইদ আমাকে পাঠিয়েছে। আমার জন্য এটি একটি দূর্লভ ছবি। ছবিটির সাথে আমি এবং জিয়া ছাড়াও আরো একজন ছিল। সে অংশটি আমি কেটে দিয়েছি কারন তাকে আমি চিনতে পারছি না। ছবিটা কত সালের এবং কোথায় তোলা বুঝতে পারছি না। তবে ধারনা করছি এটি আমার মেডিকেল ছাত্র জীবনের শেষের দিকের ছবি। হতে পারে চতুর্থ অথবা পঞ্চম বর্ষের ছাত্র থাকা কালের। আর স্হান টি ও পরিষ্কার নয়, ধারনা থেকে মনে হচ্ছে মেডিকেল কলেজ অডিটোরিয়াম হতে পারে। বন্ধু জিয়া সাইদ আমার মেডিকেল জীবনের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু। আমার পাঁচ বৎসরের মেডিকেল ছাত্রত্ব জীবনের রুমমেট ও বটে। চিকিৎসা পেশার সাথে কবিতা লেখা তাঁর অন্যতম নেশা। কয়েকটি কবিতার বই ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। কবি বন্ধু জিয়া সাইদ কে আমাদের এ দূর্লভ ছবিটি আমাকে পাঠানোর জন্য অসংখ্য ধন্যবাদ।

আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       