Ameen Qudir
Published:2017-03-05 15:20:27 BdST
আপনার বিকিয়ে যাওয়া নেতারা পাঁচতারা হোটেলে বড় নেতাদের সঙ্গে আয়েশে মুড়ো চিবুচ্ছেন

অধ্যাপক ডা. মুজিবুল হক 
_____________________
বাড়ীতে চোর ঢুকে সব সাফ করে দিক
থানার পুলিশ বলবে, এত জিনিষ রাখেন কেনো । 
পুলিশকে কিছু বলতে নেই(সাধ্য নেই) ।
এমনি বাজারে ছেড়ে দিলে
যার ২০ টাকার মজুরীও জুটত না । 
দলের আশীর্বাদে,গাড়ী/বাড়ী/মাস্তান
ডাক্তার, এদের কিছু বলতে নেই(সাধ্য নেই ) ।
ডাক্তার, আপনি না ঘরের না ঘাটের
আপনি মটকা মেরেই পড়ে থাকুন । 
আপনার কিছু বলতে নেই( আসলে সাধ্য নেই) ।
কারন আপনার বিকিয়ে যাওয়া নেতারা
পাঁচতারা হোটেলে
আরো বড় নেতাদের সঙ্গে
আয়েশে মুড়োটি চিবুচ্ছেন । 
ডাক্তার, আপনার কিছু বলতে নেই ।
____________________________
লেখক অধ্যাপক ডা. মুজিবুল হক । দেশের প্রখ্যাত লোকসেবী চিকিৎসক। সুলেখক ।
FCPS FRCP(uk)DDV(austria)
Skin & Sexul medicine specialist
Popular Dhanmondi 2
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       