SAHA ANTOR
Published:2020-07-06 16:03:53 BdST
যাকাতের টাকায় গরু কিনে দেয়া হয়েছে বিধবা জুলেখা বেগমদের
প্রতিবেদন ও ছবি মানবিক প্রতিষ্ঠান বিদ্যানন্দের সৌজন্যে পাওয়া ।
মানবিক প্রতিবেদন 
_________________
যাকাতের টাকায় গরু কিনে দেয়া হয়েছে বিধবা জুলেখা বেগমকে। বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা দক্ষিণাঞ্চলের গ্রামে গ্রামে ঘুরে দুঃস্থ পরিবারগুলো বের করছে, এরপর যাকাত ফান্ডে পূনর্বাসনের কাজ করছে। আর এই মহান কাজ সমন্বয় করেছে মানবিক প্রতিষ্ঠান বিদ্যানন্দ। তারা জানান ,
মোট দুই কোটি টাকার যাকাত ফান্ডে আমরা দুই হাজার পরিবারকে পূনর্বাসন করার কাজ করছি বাংলাদেশ নৌবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ এবং কোস্ট গার্ডের সাহায্য নিয়ে।
কাউকে নৌকা এবং জাল কিনে দেয়া হচ্ছে, কাউকে দোকান করে দেয়া হচ্ছে, কেউবা পাচ্ছেন গবাদিপশু আবার কেউবা সেলাই মেশিন।
কৃতজ্ঞতা বাংলাদেশ কোস্ট গার্ডকে, যারা কঠিন সব উদ্যোগ নিয়ে আমাদের সমাজকে শিখিয়ে চলছেন দিনের পর দিন।
______________________INFORMATION______________

আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       