ডাক্তার প্রতিদিন
Published:2020-06-05 16:35:21 BdST
৫ মাস বেতন না পেয়ে ধুঁকছিলেন অর্থসঙ্কটে: জীবন আখতার চলে গেলেন করোনায়
ডেস্ক 
____________________
বেতন পান নি  তিনি পাঁচ মাস। এমনিতেই অর্থনৈতিকভাবে ছিলেন প্রচন্ড সঙ্কটে। ধুঁকছিলেন অর্থসঙ্কটে। তার পর করোনার আঘাত। স্বাস্থ্যসেবাকর্মী জীবন আখতার মারা গেলেন 
করুণ এক মর্মান্তিক বাস্তবের মুখোমুখি হয়েই। মৃত্যুর আগে পর্যন্ত তিনি হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতেন ৷এমন পরিস্থিতিতে আউট ডোরে ঝুকি নিয়ে কাজ করে গেছেন ৷ 
কায়সার আলি চৌধুরী এক প্রতিবাদী লেখায় বলেন, শোষণের স্বীকার মানুষগুলোর কথা বলেই যাব। 
বেতন পেল না ৫ মাস! করোনা উপসর্গ নিয়ে মারা গেল!
চট্টগ্রামের একটি হাসপাতালে ৪র্থ শ্রেণীর আউটসোর্সিং কর্মচারী জীবন আক্তার (প্রকাশে-হাসিনা) ১ জুন সকাল ৮.১০ এ আইসিউতে করোনার উপসর্গ নিয়ে মারা যায় ৷
মৃত্যুর আগে পর্যন্ত তিনি হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতেন ৷এমন পরিস্থিতিতে আউট ডোরে ঝুকি নিয়ে কাজ করে গেছেন ৷ কিন্তু মানুষটি স্বাস্থ্য নীতির বাইরে তো বটেই বেতন পায় না ৫ মাস ৷
৫ মাস বেতন না পেয়েও তার মত আরো ৩৫ জন বর্তমানে পালাক্রমে সরাসরি করোনা ওয়ার্ডে সরাসরি কাজ করছেন ৷ কিন্তু দিনশেষে বেতন তো পাচ্ছেন না বরং একজন প্রাণ হারালেন ৷
এইসব মৃত্যুর কোন নিউজ হবে না ৷ কিন্তু উচ্চ বিত্তের একটু উপসর্গ দেখা দিলেই নিউজে নিউজে ছড়াছড়ি ৷
অকুতোভয় মানুষগুলো নিয়ে একটা নিউজ করা যায়? 
শোষণের স্বীকার মানুষগুলোর কথা কে বলবে?
__________________________
AD....

আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       