ডাক্তার প্রতিদিন
Published:2020-05-07 17:59:48 BdST
এন্টিবডি দিয়ে টিকা আবিষ্কার ইজরাইল দাবি করলেও ইতালির আবিষ্কার সবচেয়ে অগ্রসর
অধ্যাপক ডা. সেজান মাহমুদ
______________________________
ইতালির রোমের একটি হাসপাতালে ইঁদুরের মধ্যে করোনা ভাইরাসের (সারস করোনা ভাইরাস-২) এন্টিবডি তৈরি করতে সক্ষম হয়েছে যা মানুষের শরীরের করোনা ভাইরাসটিকে নিউট্রালাইজ করে ফেলতে সক্ষম। এন্টিবডি দিয়ে টিকা আবিষ্কারের আরেক ধাপে ইজরাইল দাবি করে থাকলেও ইতালির এই আবিষ্কার সবচেয়ে অগ্রসর বলা যায়। করোনা ভাইরাসটির স্পাইক ডিএনএ প্রোটিন যা দিয়ে ভাইরাসটি মানুষের শরীরে ঢুকে পড়ে, সেটাই এই ভ্যাক্সিনের মূল এন্টিবডির ভিত্তি। এখন মানুষের শরীরে এই এন্টিবডি কতদিন টিকে থাকে তা জানলেই বাজারে আসতে পারে ভ্যাক্সিনটি। এই ভ্যাক্সিনটি মে- জুন মাসেই মানুষের শরীরের পরীক্ষা করা হবে।
অন্যদিকে অক্সফোর্ডের ভ্যাক্সিনের প্রাথমিক রেজাল্ট আসবে মধ্য জুন মাসে। অক্সফোর্ডের ভ্যাক্সিনটির টেকনিক হলো আডিনোভাইরাস কে ভেক্টর বা মাধ্যম হিসাবে ব্যবহার করা যা দিয়ে অন্তত এইচআইভি, যক্ষ্মা বা টিবি, ইবোলা এরকম পাঁচটি ভ্যাক্সিনের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে এবং আরও তিনটির প্রে-ক্লিনিক্যাল ট্রায়াল চলছে।
কথায় বলে, 'নেসেসিটি ইজ দ্য মাদার অব ইনভেনশন' বা প্রয়োজনই আবিষ্কারের সূতিকাগার'। দেখা যাক সেই দৌড়ে কে প্রথম নিয়ে আসে প্রতিরোধ, প্রতিষেধের মোক্ষম অস্ত্রটি। নিজের লেখা নতুন গান দিয়েই শেষ করি -
"আছে মৃত্যু আছে মহামারী
এ জীবন তবু দিতে হবে পাড়ি
মানুষের পাশে, মানুষের সুখে দুখে
দুহাত বাড়িয়ে, হারিয়ে মনের ভয় -
ইতিহাস বলে মানুষ জেগেছে
মানুষেরই হবে জয়, মানুষেরই হবে জয়।"
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       