ডাক্তার প্রতিদিন
Published:2020-04-16 07:57:53 BdST
অকালেই নিভে গেল ডা. জ্যোতি জয়ন্তর জীবন জ্যোতি
ডেস্ক
________________
মানুষের জীবন রক্ষার মহান উজ্জীবনে করোনা চিকিৎসায় বিশেষ প্রশিক্ষণ নিয়েছিলেন ডা. জ্যোতি জয়ন্ত চক্রবর্ত্তী । তিনি করোনার বিরুদ্ধে চিকিৎসার ঝান্ডা তুলেছিলেন। বিশেষ প্রশিক্ষণ নেন তিনি। নিয়েছিলেন তারুণ্যের সেবার শপথ। এরই মাঝে শোকাবহ ঘটনা।

অকালেই নিভে গেল জ্যোতি জয়ন্তর জীবন জ্যোতি। অত্যন্ত মেধাবী ও সজ্জন লোকসেবী ছিলেন তিনি। নিজ উদ্যোগেই মানুষের জীবনরক্ষায় শপথ নিয়ে করোনা লড়াইয়ের প্রশিক্ষণ নেন তিনি। শেষ পর্যন্ত এই মহান চিকিৎসককে শারিরীক জটিলতাজনিত রোগে প্রাণ প্রদীপের বিনিময়ে হার মানতে হল। চিকিৎসকরা প্রাথমিকভাবে জানান, তিনি ডায়াবেটিস সহ কিছু সমস্যায় ভুগছিলেন।

আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহএর শিক্ষক মোশাররফ হোসেন ১৫ এপ্রিল ২ ০২০ রাতে জানান,
আনন্দ মোহন কলেজ চিকিৎসা কেন্দ্রে কর্মরত তরুণ চিকিৎসক ডা: জ্যোতি জয়ন্ত চক্রবর্তী কিছুক্ষণ আগে না ফেরার দেশে চলে গেছেন। আমরা শুধু একজন তরুণ চিকিৎসককে হারাইনি, হারিয়েছি Covid-19 এর বিরুদ্ধে লড়াকু একজন সৈনিককে।
তাঁর অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত।
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       