Ameen Qudir
Published:2020-04-07 17:52:40 BdST
স্যালুট স্বাস্থ্য সুরক্ষা যোদ্ধারা:স্যালুট পুলিশ, মাঠ প্রশাসন, পরিচ্ছন্নতা কর্মী, কৃষক সাংবাদিক
ডা. সুব্রত ঘোষ
_______________________
১) যখন সবাই ব্যস্ত চিকিৎসকের গুষ্টি উদ্ধার করতে, তখন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা নিজেদের ও পরিবারের জীবনের ঝুঁকি নিয়ে অন্যের জীবন বাঁচানোর আপ্রাণ চেষ্টায় লিপ্ত। তারা কি কখনো ধন্যবাদ পেয়েছেন?
স্যালুট স্বাস্থ্য সুরক্ষা যোদ্ধারা।
২) এই দুর্যোগকালে পুলিশ প্রশাসনকে কেউ ধন্যবাদ জানাচ্ছে না। অথচ সবাই যখন বাড়িতে বসে নিজেদের নিরাপদ রাখার চেষ্টা করছেন তখন পুলিশ বাহিনী ঝুঁকি নিয়ে ঘরের বাইরে। অসভ্য অতিউৎসাহী জাতিকে ঘরে পাঠাতে ব্যস্ত তারা।
স্যালুট বাংলাদেশ পুলিশ বাহিনী।
৩) সবাই যখন ব্যস্ত টিভির সামনে রিমোট নিয়ে বসে কি ভুল ধরা যাই সেটা খুজতে, তখন প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকতা-কর্মচারী ব্যস্ত সামনের দিনগুলোতে কিভাবে এই মহাবিপর্যায় থেকে জাতিকে রক্ষা করা যাই তার সমন্বয়ে।
স্যালুট প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগনকে।
৪) সবাই যখন ব্যস্ত সবকিছু নোংরা করতে, আয়েশ করে খেতে তখন পরিচ্ছন্নতা কর্মীরা জীবন বাজী রেখে আমাদের চারপাশের পরিবেশ পরিষ্কার করছেন। করোনা ও ডেংগুর ভয়াল থাবা থেকে রক্ষা করার জন্য তারাও আক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
স্যালুট পরিচ্ছন্নতা কর্মীদের।
৫) সবাই যখন ব্যস্ত খাদ্য সামগ্রী বাসায় মজুদ করার জন্য, তখন বিদ্যানন্দ ফাউন্ডেশন ব্যস্ত দূর দূরান্ত থেকে খাদ্য সামগ্রী এনে এদেশের অসহায় মানুষদের খাওয়ানো জন্য।
স্যালুট বিদ্যানন্দ ফাউন্ডেশনের কর্মীদের।
৬) অনেকই যখন ব্যস্ত আসন্ন মহামারী থেকে ব্যক্তিগত ফাইদা তোলার, তখন আমার কৃষক ব্যস্ত আমাদের খাদ্য সামগ্রীর যোগান দিতে।
স্যালুট বাংলার কৃষক ভাইদের।
৭) সবাই যখন ব্যস্ত নতুন নতুন খবরের জন্য, তখন সংবাদ কর্মীরা জীবনের ঝুকি নিয়ে ছুটে চলেছেন খবরের সন্ধানে।
স্যালুট সাংবাদিক ভাইদের।
##**## সবাই যখন ঘুমে কাতর, তখনো ক্লান্ত শরীর নিয়ে জাগ্রত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিভাবে করোনা মুক্ত নতুন সকাল আমাদেরকে উপহার দিবেন সেই ভাবনায়।
স্যালুট মাননীয় প্রধানমন্ত্রী।
আপনার আশায় বাঁচিবার সাহস পাই।
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       