Ameen Qudir
Published:2020-04-06 22:01:49 BdST
করোনা মহামারী: বাংলাদেশকে বাঁচাতে এই মুহূর্তে আমাদের করণীয়
ডা. অসিত মজুমদার
মানবতার সেবক
______________________
করোনা ভাইরাসের এই বৈশ্বিক মহামারীতে মানুষের জীবন-জীবিকা, চিকিৎসা, খাদ্যনিরাপত্তাসহ অর্থনীতি এক ভয়াবহ সংকটে নিমজ্জিত। এই মুহূর্তে ভাইরাস সংক্রমণ রোধই আমাদের জন্য এক বিশাল চ্যালেঞ্জ। মাননীয় প্রধানমন্ত্রী দ্রুত অনুধাবনের মাধ্যমে বিশাল অর্থনৈতিক প্রণোদনা ঘোষনা করেছেন। আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী বিষয়গুলো খুবই গুরুত্বের সঙ্গে দেখছেন। পাশাপাশি নীচের বিষয়গুলোও খেয়াল রাখার জন্য আমার মানবিক আবেদন।
১)যার যার জায়গায় দুর্নীতি স্বপ্রণোদিতভাবে জিরো টলারেন্স।
২) অর্থের যথাযথ ব্যবহার।
৩) সকল মানুষের প্রতি সব সময় মানবিক আচরণ।
৪) করোনা যোদ্ধাদের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা।
৫) সবার জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।
৬) সবাইকে নিশ্চিতভাবে ঘরে থাকা, সামাজিক দূরত্বসহ নিয়ম মেনে চলা।
৭) করোনা সন্দেহজনক ব্যক্তির টেস্ট করা।
৮)করোনা ভাইরাস সনাক্তকারীদের পুরোপুরিভাবে আলাদা করা।
৯) কোভিড ১৯ এর উপসর্গ দেখা দিলে যথাযথ চিকিৎসা নিশ্চিত করা।
১০)মৃত ব্যক্তির লাশ যথাযথভাবে সৎকার বা কবর দেয়া নিশ্চিত করা।
১১) ভলান্টারীর সংখ্যা যথেষ্ট সংখ্যক প্রশিক্ষণ দিয়ে তৈরী করা

আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       