Ameen Qudir
Published:2020-03-12 20:02:50 BdST
স্বাস্থ্যখাতে আফগানদেরও ব্যয় জিডিপির ১০.২ শতাংশ: বাংলাদেশ ২.৬৪
ডা. কামরুল হাসান সোহেল
____________________
স্বাস্থ্যখাতে পৃথিবীর কোন দেশ কতো ব্যয় করে? জিডিপি’র হিসাবে
আমেরিকা : ১৬.৮৪%
জার্মানি: ১১.১৫%
জাপান: ১০.৮%
আফগানিস্তান: ১০.২%
ব্রাজিল: ৮.৯১%
ইথিওপিয়া: ৪.০৫%
বাংলাদেশ: ২.৬৪%
ধনী-গরীব সব মিলিয়ে দেখলেও বাংলাদেশ পেছনে। মধ্য-আয়ের দেশ গড়ে ৫.৩৬% খরচ করে। এমনকি হতদরিদ্র সুদান ব্যয় করে ৬.৩১%।
আমরা আগাচ্ছি স্বাস্থ্যসূচকে, আয়ের দিক থেকে, প্রযুক্তিতে; তাহলে কেন স্বাস্থ্য খাতে ব্যয় এত কম? সরকার স্বাস্থ্য খাতকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেনা বলেই স্বাস্থ্য খাতে ব্যয় এত কম।
স্বাস্থ্য খাতে অর্থবহ পরিবর্তন আনতে হলে স্বাস্থ্য খাতে জিডিপির বরাদ্ধ বাড়াতে হবে। চিকিৎসক বানানোর নতুন নতুন প্রকল্প হাতে না নিয়ে বিশেষায়িত হাসপাতাল নিমার্ণ প্রকল্প হাতে নেয়া হোক। চিকিৎসা খরচ কিভাবে কমানো যায় সেই ব্যাপারে উদ্যোগ নিতে হবে। জীবন রক্ষাকারী মেডিসিন এর দাম আকাশ ছোঁয়া, মেডিসিনের দাম সহনীয় পর্যায়ে রাখার উদ্যোগ নিতে হবে। প্যাথলজিক্যাল টেস্ট এর দাম অনেক বেশি তা ও সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে, তাহলে জনগণ অপেক্ষাকৃত স্বল্প খরচে ভালো চিকিৎসা সেবা নিতে পারবে।
গ্রাম পর্যায়ে স্বাস্থ্য খাতের অবকাঠামোর উন্নয়ন করতে হবে, প্রয়োজনীয় জনবল নিশ্চিত করতে হবে, প্রয়োজনীয় সকল পরীক্ষানিরীক্ষা যেন স্বল্প মূল্যে করতে পারে সেই সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে।
____________________
লেখক : আজীবন সদস্য, স্বাধীনতা চিকিৎসক পরিষদ , কুমিল্লা জেলা।
আজীবন সদস্য
স্বাধীনতা চিকিৎসক পরিষদ
কার্যকরী সদস্য
আজীবন সদস্য,বিএমএ কুমিল্লা।
আজীবন সদস্য
সেন্ট্রাল কাউন্সিলর, বিএমএ কুমিল্লা
সেন্ট্রাল কাউন্সিলর
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       