Ameen Qudir
Published:2018-01-08 19:37:34 BdST
হোমিওপ্যাথি ক্ষতিকারক, বললেন নোবেলপ্রাপ্ত ভেঙ্কটরামন
ডেস্ক রিপোর্ট
________________________
হোমিওপ্যাথি এবং অ্যাস্ট্রোলজি দুই’ই ক্ষতিকারক প্র্যাকটিস। বিজ্ঞান থেকে এসব অনেক দূরে। এমনই মন্তব্য করলেন নোবেল লরিয়েট ভেঙ্কটরামন রামকৃষ্ণ।
পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে ‘মর্ডান সায়েন্স’ উপর আলোচনার সময়েই এই মন্তব্য করেন তিনি। ভেঙ্কটরামন আরও বলেন যে, ভারতই একমাত্র দেশ যেখানে বৈজ্ঞানিক কোনও পদ্ধতিতে স্বীকৃতি দেওয়ার আগে খেয়াল রাখতে হয় যাতে তা কোনও জাতি, ধর্ম বা সমাজকে প্রভাবিত না-করে।
 
অথচ, অবৈজ্ঞানিক কোনও মতবাদ কারও অনুমতি ছাড়াই প্রচার করা সম্ভব হয়। হোমিওপ্যাথিক পাশাপাশি জ্যোতিষচর্চাকে এক হাত নেন তিনি। ভেঙ্কটরামনের কথায়, অ্যাস্ট্রোলজি এতটাই খারাপ অভ্যাস তৈরি করে, যার মাধ্যমে মানুষ যুক্তি দিয়ে না ভেবে, এক চেনা ছকে ভাবতে শুরু করে। জ্যোতিষচর্চা মানুষকে আত্মবিশ্বাসহীন করে তোলেন বলেই মন্তব্য করেন তিনি।
ভেঙ্কটরামনের কথায়় এই ধরনের অবৈজ্ঞানিক পদ্ধতির ভরসা না-রেখে মানুষের উচিত বিজ্ঞানকে আরও আপন করে নেওয়া।
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       