Ameen Qudir
Published:2017-05-28 15:53:20 BdST
রাত জাগা মা পাখিটা আর তার ছেলে পাখিটা

ডা.শিরিন সাবিহা তন্বি
_______________________
কথিত আছে,সন্তানের শরীর থেকে নাকি বেহেশত এর খুশবু পাওয়া যায়।
চোখ বন্ধ করে তার ছোট্ট বুকে নাকটি গুজে একটু খানি বেহেশত উপভোগ করছি।।
রাত জাগা মা পাখিটা আর তার ছেলে পাখিটা।।
এমন অভাগা বাবা মা এই পবিত্র মাসে একজন ও না থাকুক যে এই বেহেশত এর সৌভাগ্য থেকে বঞ্চিত হোক।
_________________________________
ডা.শিরিন সাবিহা তন্বি , সুলেখক। শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল।
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       