Ameen Qudir
Published:2017-05-08 16:07:11 BdST
"শুধুমাত্র মেয়েদের জন্য" একটা গ্রুপ খুলব আমি
 
ডা. নাসিমুন নাহার
______________________________
হ্যালো গার্লস,
দু'দিন আগে রাগ করে একটা স্ট্যাটাস দিয়েছিলাম "শুধুমাত্র মেয়েদের জন্য" একটা গ্রুপ খুলব আমি।
যেখানে মেকাপ, শোঅফ, চেক ইন, আজকে বাবু হাগু করে নাই,বাবু বাম দিকে কাত হয়ে ঘুমাইছে,জামাই লবণ চা বানইছে, শাশুড়ি ননদ আদর করছে,আম্মু দশ ভরি দিয়ে বিবাহ বার্ষিকীতে পায়ের মল গিফট করছে, বুয়া আসে নাই তাই আমি লাঞ্চে পান্তা কুকিং করছি, এই দেখ পিক, তোমাদের লাঞ্চের পিক দাও না আপ্পিরা পিলিজ......... ইত্যাদি লুতুপুতু থাকবে না সেখানে।
যদিও রাগ করেই বলেছিলাম, সত্যিই!
কিন্তু পোস্টে বালিকাদের রেসপন্স দেখে 'রাগী ফানি' পোস্টটাকেই সিরিয়াসলি নিয়ে ফেললাম।
সত্যি বলতে কি, মেয়েদের মন খুলে কথা বলার জায়গা কেন যেন খুব কম---ঘরে , ঘরের বাইরে সব জায়গাতেই ভ্রূকুটি থামিয়ে দেয় মেয়েদের। মনের কথা বলতে যেন মানা আমাদের।
Sharing is Caring------ আমার জীবনের মূলমন্ত্র।নিজেকে কেয়ার করা, নিজের যত্ন নেয়া জরুরি।নিজের মনের কথা খুলে বলে অক্সিজেন টেনে নিজেকে ভালো রেখে আশেপাশের সবাইকে ভালো রাখব আমরা---- আমার বিশ্বাস।নিজে ভালো থাকলেই শুধু সম্ভব সব্বাই কে ভালো রাখা।
দেহের সৌন্দর্যের যত্ন নেবার জন্য আছে বিউটি স্যালুন, মনের যত্ন নেবার জন্য প্রয়োজন নিজের ভেতরটা কে নাড়াচাড়া দেয়া,ঘষামাজা করা, মন খুলে, বিশ্বাস করে, ভরসা রেখে অব্যক্ত কথাগুলো শেয়ার করা। আর কিছু না হোক অন্তত নিজের না বলা কান্নাটুকু ভাগাভাগি করে নেয়া।জীবনের ভাল সময়ে সবাই থাকবে তোমার পাশে, খিরাপ সময়টূকু নাহয় "ভাল থাকি, ভাল রাখি'' গ্রুপে কাটালে।
হুমমমমম এই ইচ্ছেটুকুকে সাথে নিয়েই শুরু করতে যাচ্ছি "ভাল থাকি, ভাল রাখি" only for Girls গ্রুপটা।
গ্রুপটা সব মেয়েদের জন্য খোলা।
তবে কোন রকম "লুতুপুতু, ন্যাকামো, কূটনামো, কিচ্ছু বুঝি না,গলে গলে যাই, নারীবাদী /পুরুষবাদী/সুশীল ট্যাগকৃত " বালিকারা দূরে থেক।খুব সাধারন হেল্পলেস মেয়েদের জন্যই শুধুমাত্র এই গ্রুপ।
আমরাই বলব, আমরাই শুনব -আমাদের কথা।কষ্টগুলো দুঃখগুলো খানিকটা কমানোর চেষ্টা আমরাই করব। আমরাই আমাদের শক্তি হব।
যারা বলে মেয়েরাই মেয়েদের শত্রু তাদেরকে ভীষণভাবে ভুল প্রমাণ করব আমরা-- It's my challenge to the Society.
______________________________
লেখক নাসিমুন নাহার পেশায় লোকসেবী চিকিৎসক । জীবন সমস্যার নানা পরামর্শ দেন তিনি।
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       