Ameen Qudir
Published:2017-04-25 17:13:49 BdST
সহজেই কার্ডিয়াক রিং সহজলভ্য করা সম্ভব

ডা. বাহারুল আলম
___________________________
মাননীয় স্বাস্থ্য বিষয়ক মন্ত্রী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বিভিন্ন স্থানে মডেল ফার্মেসী উদ্বোধন করেছেন। ঔষধ প্রশাসন অধিদপ্তর এ কর্মযজ্ঞের সাথে যুক্ত আছে। কার্ডিয়াক রিং আমদানিকারকদের অনুমতি বা লাইসেন্স প্রদান করে ঔষধ প্রশাসন অধিদপ্তর এবং মূল্যও নির্ধারণ করে ।
এ সকল মডেল ফার্মেসীর মাধ্যমে ‘কার্ডিয়াক রিং’ অত্যন্ত সহজলভ্য করা সম্ভব। ঔষধ প্রশাসন অধিদপ্তপর কর্তৃক নির্ধারিত মূল্যে এ সকল মডেল ফার্মেসী থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীর স্বজনরা কার্ডিয়াক রিং অনায়াসে কিনতে পারে। কার্ডিয়াক রিং এর প্রকারভেদে নির্ধারিত মূল্য মডেল ফার্মেসীর নাম ঠিকানা উল্লেখ করে পত্রিকায় বিজ্ঞাপন দিলে বিষয়টির সমাধান হয়।
মন্ত্রণালয় সে পথে চলবে না। দুর্বৃত্তদের ধর্মঘট করার সুযোগ দিয়ে কার্ডিয়াক রিং বাজার থেকে উধাও করে কৃত্রিম সংকট সৃষ্টি করার অজুহাতে দীর্ঘদিন ধরে চলা এ দুর্নীতিগ্রস্ত বাণিজ্যিক সিন্ডিকেট পুনর্বহাল করতে পারে। আমলারা সকল সময় ঘোলা পানিতে মাছ শিকারে ওস্তাদ। বিএমএ ও রাষ্ট্র-কে জনস্বার্থে এদের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখার অনুরোধ জানাচ্ছি।
_________________________
ডা. বাহারুল আলম । লোকসেবী চিকিৎসক নেতা।
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       