Ameen Qudir
Published:2017-04-07 13:51:19 BdST
ডাক্তাররাই রিয়েল হিরো, তাদেরকে নিয়ে মিথ তৈরী করুন, মানুষকে বাঁচান তারা : মাশরাফি

মাশরাফি বিন মুর্তাজা 
___________________________
আমি একজন ক্রিকেটার। একটা জীবন কি বাঁচাতে পারি ? পারি না। একজন ডাক্তার সেটা পারেন। কই দেশের সবচেয়ে সেরা ডাক্তারের নামে তো কেউ একটা হাততালিও দেয় না।
ডাক্তারদের নিয়ে মিথ তৈরী করুন। তারা পাঁচজনের জীবন বাঁচাবেন। তারাই আসল তারকা। রিয়েল হিরো।
অারও তারকা আছে। তারকা হলেন লেবাররা। কৃষকরা। তারা দেশ গড়ে দিচ্ছেন। ক্রিকেট দিয়ে আমরা কি বানাতে পারছি। ক্রিকেট দিয়ে আমরা কি একটা ইট বানাতে পারি ? পারি না।
একটা ধানও কি জন্মাতে পারি ক্রিকেট মাঠে? পারি না্ ।
আমরা ক্রিকেটাররা তারকা নই। আসল তারকা হলেন, যারা মানুষের জীবন বাঁচাতে পারেন। কোন কিছু বানাতে পারেন। 
আসুন , তাদের মূল্যায়ন করি।
_________________________
মাশরাফি বিন মুর্তাজা , বাংলাদেশ ক্রিকেট দলের সর্বকালের সেরা ক্রিকেটার ও অধিনায়ক।
এই বক্তব্যলেখ মাশরাফির বয়ান থেকে নেয়া।
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       