Ameen Qudir
Published:2016-11-28 15:27:33 BdST
ধর্ষণের একমাত্র শাস্তি লিঙ্গচ্ছেদ, সাফ কথা জেসমিনের
  
ডাক্তার প্রতিদিন 
________________
মেয়েদের ওপর যৌননির্যাতন, ধর্ষণের মতো বেপরোয়া ও নির্মম-জঘন্য অপরাধের একমাত্র শাস্তি হোক পুরুষের যৌনাঙ্গচ্ছেদ, পরিষ্কার অভিমত জানালেন অভিনেত্রী মীরা জেসমিন। 
জেসমিনের আগামী ছবি এক ধর্ষিতা মহিলার জীবনকে কেন্দ্র করেই তৈরি হয়েছে। ছবির প্রচারে অভিনেত্রী মন্তব্য করেন, একজন মহিলাকে যখন বিনা দোষে নিজের ইচ্ছের বিরুদ্ধে এই নিষ্ঠুরতার মধ্যে দিয়ে যেতে হয়, তখন তাঁর ওপর যে আক্রমণ চালাচ্ছে, তার শাস্তি আরও কঠিন হওয়া উচিত্। 
জেসমিন ভারতীয় চলচ্চিত্রের এক উদীয়মান তারকা। দক্ষিনী ছবির সুপার স্টার।

তার বাড়ি কেরালার এক ধর্মপ্রাণ পরিবারে।
তিনি সামাজিক ইস্যুগুলোতেও নিয়মিত কথা বলেন।
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                       