Dr. Aminul Islam
Published:2021-10-19 01:57:20 BdST
কি করে সমাপ্তি ঘটবে প্যানডেমিকের ?
লেখক
অধ্যাপক ডা শুভাগত চৌধুরী 
বাংলাদেশের স্বাস্থ্যাচার্য
_______________
সব অতিমারি একসময় থেমে আসে । কোভিডের নিম্নে গড়িয়ে চলা শুরু হলেও একেবারে নির্মূল হবে না। এক সময় স্থানিক সঙ্ক্রামক বা এন্ডে মিক হয়ে থিতু হবে। এমন পরিস্থিতিতে বছর বছর ঘুরতে ঘুরতে মিউটেট করতে করতে করোনা ভাইরাস বয়স্ক আর পঙ্গুদের জন্য হয়ে থাকবে হুমকি হয়ে। তবে এমন থিতু হলেও গত ২০ মাসের মত দানবের থাবার মত খামচে , জীবন নিঃশেষ করে দেবেনা , হবে অনেক ম্রিয়মাণ , থাকবে সামলানোর মত ফ্লুর ন্যায় পরিচিত শত্রু হয়ে।
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       