Dr. Aminul Islam
Published:2021-06-08 18:55:55 BdST
কানাডায় গাড়ি তুলে ৪ পাকিস্তানী মুসলিমকে কতলের নেপথ্যে "অনলাইন র্যাডিক্যালাইজেশন"!!
ডা. সোলায়মান আলম 
__________________
কানাডায় গাড়ি তুলে দিয়ে ৪ পাকিস্তানী মুসলিমকে কতলের নেপথ্যে কারা। এ প্রশ্ন সকলের।
এই প্রশ্নের উত্তরে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে " অনলাইন ভিত্তিক ইসলামোফোবিক সংগঠন : অনলাইন র্যাডিক্যালাইজেশন’- এর নাম।
বিশ্ব জুড়ে ইসলামী জেহাদি তৎপরতার বিরুদ্ধে পাল্টা সংগঠন এই " অনলাইন র্যাডিক্যালাইজেশন’-।" কট্টর জেহাদ পন্থার তালেবান, অাই এস জাতীয় সংগঠনের বিরুদ্ধে এরা জনমত গড়ে তোলার পাশাপাশি এখন সহিংস পদ্ধতিও বেছে নিচ্ছে। 
বিশ্বের শান্তি প্রিয় মানুষের জন্য সৃষ্টি হচ্ছে এক অভিশপ্ত ঘৃন্য বিশ্ব বাস্তবতার।
এ থেকে বেরি য়ে অাসতে সকল ধর্মের মানুষের ঐক্য দরকার।
ধর্মীয় সন্ত্রাস, জেহাদ, ক্রুসেডের বিরুদ্ধে সবাই কে লড়াই চালিয়ে যেতে হবে। 
নতুবা ভবিষ্যতের পৃথিবীতে জেহাদ ক্রুসেডে র ঘৃন্য বাস্তবতা তৈরী হবে।
যা করোনার চেয়েও ভয়ংকর দীর্ঘ মহামারী, অতি মারী ডেকে নিয়ে অাসবে অচিরেই।
মুসলিম জেহাদি সংগঠনের মত এই "অনলাইন র্যাডিক্যালাইজেশন’-" এ-ও এন্টি মুসলিম মুরিদ বাড়ছে।
কিন্তু ধর্মীয় নোংরামির শিকার কেন হবে সাধারণ মানুষ।
কানাডার নতুন দেশ পত্রিকা র প্রধান সম্পাদক শওগাত অালী সাগর লিখেছেন,
‘অনলাইন র্যাডিক্যালাইজেশন’- বেশ কয়েকবার অত্যন্ত জোর দিয়েই টার্মটা উচ্চারণ করলেনন আমিরা এলগোবি। কানাডার অত্যন্ত পরিচিত মানবাধিকার কর্মী এবং টরন্টো স্টারের কলাম লেখক আমিরা সন্ধ্যায় কথা বলছিলেন সিপি২৪ এর সাথে। লন্ডন অন্টারিওতে গাড়ি তুলে দিয়ে দিয়ে পাকিস্তানী বংশোদ্ভূত একটি মুসলিম পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনা নিয়ে তিনি কথা বলছিলেন। 
’অনলাইন র্যাডিক্যালাইজেশন’ বা - তরুনদের মধ্যে কি ভয়াবহ ঘৃণা ছড়িয়ে দিচ্ছে যে ২০ বছরের একটি তরুন চেনা নেই, কোনো শত্রুতা নেই, কোনো যোগসূত্র নেই- কেবল মুসলমান,ইসলাম ধর্মের অনুসারী- কেবল এই কারনে একটি পরিবারের উপর গাড়ি তুলে দিতে পেরেছে! অনলাইনে এই উগ্রবাদের চর্চ্যা হচ্ছে, এই উগ্রবাদ ছড়িয়ে পড়ছে বলেও তিনি মত দেন। 
আমিরা তার আলোচনায় কেবল লন্ডন অন্টারিওর ঘটনায় সীমিত থাকেননি। ধর্ম,সংস্কৃতি, দেশ, বর্ণের বিরুদ্ধে্ও ঘৃনা ছড়াচ্ছে এই অনলাইন র্যাডিক্যালাইজেশন- অনলাইনে উগ্রবাদ চর্চ্যার সুযোগ। কেবল কানাডায়ই নয় বিশ্বের বিভিন্ন দেশে নানা ফর্মে, নানা ধরনে অনলাইনে উগ্রবাদের বিস্তার ঘটছে। অনলাইনে উগ্রবাদের আগ্রাসন রোধের উপায় নিয়ে আলোচনা জরুরী হয়ে উঠেছে।
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       