Dr. Aminul Islam
Published:2021-05-29 17:47:10 BdST
বিসিপিএসের দ্বিতীয় ব্যাচে এফসিপিএস ডিগ্রি অর্জনকারী ডা. এম এস আলম আর নেই
সংবাদ সংস্থা 
_____________________
না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশের প্রবীণ মেডিসিন বিশেষজ্ঞ ডা. এম এস আলম। বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস এন্ড সার্জনস (বিসিপিএস) থেকে দ্বিতীয় ব্যাচে এফসিপিএস ডিগ্রি লাভ করেন তিনি।
শুক্রবার ২৮ মে সকালে কুমিল্লার সিডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কুমিল্লা শাখার সাধারণ সম্পাদক ডা. মো. আতাউর রহমান জসীম।
ডা. এম এস আলম দীর্ঘ দিন যাবৎ কিডনি রোগ জনিত জটিলতায় ভূগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
মৃত্যুকালে তিনি তাঁর স্ত্রী লায়লা আঞ্জুমান আলম, এক ছেলে আইনজীবী সাইফুল আলম, তিন মেয়ে শামীমা আলম, ডা. শাহিদা আলম ও ডা. সায়লা আলমসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
ডাক্তার প্রতিদিন সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের প্রফেসর এবং বিসি পিএস ফ্যাকাল্টি ডা সুলতানা আলগিন এক বার্তায় এম এস আলমের প্রয়াণে গভীর শোক জানান। 
তিনি বলেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বিসিপিএস থেকে দ্বিতীয় ব্যাচে এফসিপিএস ডিগ্রি অর্জনকারী ডা. এম এস আলম ছিলেন বাংলা দেশের স্বাস্থ্য সেবা ও চিকিৎসা ব্যাবস্থার কিংবদন্তি। ছিলেন পথপ্রদর্শক। 
তাঁর প্রয়াণে বাংলা দেশ তার সূর্য সন্তানকে হারাল।
ডা. এম এস আলম ১৯৬৭ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ও স্বাধীনতার পর বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস এন্ড সার্জনস (বিসিপিএস) থেকে দ্বিতীয় ব্যাচে এফসিপিএস ডিগ্রি লাভ করেন।
তিনি কুমিল্লার বিভিন্ন সরকারি হাসপাতালে দায়িত্ব পালন শেষে কুমিল্লা সদর হাসপাতাল থেকে সিনিয়র কনসালটেন্ট হিসাবে অবসর গ্রহণ করেন। চিকিৎসা সেবার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকান্ডে জড়িত ছিলেন। রোগী কল্যাণ পরিষদ কুমিল্লার আজীবন সদস্য, কুমিল্লাস্থ চট্টগ্রাম সমিতির উপদেষ্টা পরিষদের সভাপতি ছিলেন।
কুমিল্লা বিএমএ’র সায়েন্টফিক কমিটির দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন ডা. এম এস আলম। এছাড়া তিনি সমানতালে কাজ করেছিলেন প্রকাশনা কমিটিতে। চিকিৎসা সেবায় তাঁর অনস্বিকার্য অবদানের জন্য ২০১৭ সালে তাকে 'গুণীজন সম্মাননা' প্রদান করে বিএমএ।
শুক্রবার দুপুরে মডার্ণ স্কুল সংলগ্ন মাঠে জানাজা শেষে নগরীর টমসম ব্রীজ কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর জানাজায় অংশ নিয়ে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খোরশেদ আলম। 
বিএমএ কুমিল্লা শাখার সভাপতি ডা. আবদুল্লা বাকী আনিস, সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসিম, কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মহসিনুজ্জামান চৌধুরীসহ আরও অনেকেই তাঁর স্মৃতিচারণ করেন। 
এই চিকিৎসকের মৃত্যু গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে সংগঠনটি।
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       