SAHA ANTAR
Published:2021-05-14 20:40:03 BdST
ইদি জলসা ঘরে ঈদ, সুপার হিট
শওগাত আলী সাগর
 কানাডা থেকে 
_______________________
‘ঘরে ঈদ, সুপার হিট’। কথাটা মনে ধরে গেলো। মহামারীর এই সময়ে এর চেয়ে সুন্দর কথা আর কি হতে পারে। ‘অ্যালামনাই এসোসিয়েশন অব নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্রিটিশ কলম্বিয়া চ্যাপ্টারের’ ঈদ শুভেচ্ছার ভিডিওটা নিউজফিডে ভেসে উঠতেই কৌতূহল বশত: ক্লিক করেছিলাম। 
সংগঠনটির প্রেসিডেন্ট আলবিনা তাদের সদস্যদের একটি প্রতিযোগিতার খবর দিতে গিয়ে জানালেন, বিষয়বস্তু হচ্ছে- ‘ঘরে ঈদ সুপার হিট’। আমার কাছে মনে হলো- এটি তো কেবল প্রতিযোগিতার বিষয় নয়, একটি শ্লোগান, একটি ক্যাম্পেইনের মুল বিষয়, একটি ম্যাসেজ। 
বিশ্বের দেশে দেশে বিশেষ করে বাংলাদেশে আমাদের যে স্বজনরা রাত পোহালেই (শুক্রবার) ঈদ উৎসবে মেতে উঠবেন- তাদের জন্য এটি একটি জরুরী বার্তা বটে। 
অন্তত এই বারের জন্য ‘ঘরে ঈদ সুপার হিট’- এটাই হোক আমাদের শ্লোগান।
ঈদের শুভেচ্ছা সবাইকে।
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       