Dr. Aminul Islam
Published:2021-12-19 00:16:04 BdST
কুষ্টিয়া মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ আশীষ কুমার দত্তের আকস্মিক মৃত্যু
ডাঃ আশীষ কুমার দত্ত
সংবাদ দাতা 
________________
বাংলাদেশের বিশিষ্ট এনেস্থেসিয়োলোজি বিশেষজ্ঞ ও 
কুষ্টিয়া মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক
ডাঃ আশীষ কুমার দত্ত আকস্মিক মৃত্যু বরণ করেছেন।
সহযোগী অধ্যাপক ডা আশীষ কুমার দত্তের আকস্মিক প্রয়াণে গভীর শোক ও সহমর্মিতা জানিয়েছেন 
ডাক্তার প্রতিদিন সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের প্রফেসর ডা সুলতানা আলগিন। 
তিনি বলেন, তাঁর প্রয়াণে দেশ এক শ্রেষ্ঠ সন্তানকে হারাল। তিনি সজ্জন, সদালাপী ব্যাক্তিত্ব ছিলেন। সকলের মন জয় করে নেওয়ার অনন্য গুণ ছিল তার সুন্দর ব্যবহারে।
বিশিষ্ট লেখক চিকিৎসক ডা সুকুমার সুর রায় জানান,
ডাঃ আশীষ কুমার দত্ত, সহযোগী অধ্যাপক, এনেস্থেসিয়োলোজি বিভাগ, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, আজ ভোরে আকস্মিক মৃত্যু বরন করেছেন। 
গভীর শোক প্রকাশ করছি।
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       