Dr. Aminul Islam
Published:2021-10-28 20:19:33 BdST
মর্গ থেকে মর্মান্তিকসুস্থ হতে যাচ্ছিলেন হাসপাতালে, পথেই গাড়ি চাপায় চলে গেল মুক্তা বেগমের অমূল্য প্রাণ
দূর্ঘটনার একটি পিক অাপ। ফাইল ছবি
সংবাদ দাতা 
______________
চিকিৎসা নিতে হাসপাতালে যাচ্ছিলেন মুক্তা বেগম। ভেবেছিলেন হাসপাতালে গিয়ে রোগমুক্তি হবে। কিন্তু পথেই মর্মান্তিক গাড়িচাপায় চলে গেল তাঁর অমূল্য প্রাণ।
রাজধানীর মাতুয়াইলের শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনের সড়কে পিকআপের চাপায় নিহত হন মুক্তা বেগম ।
বুধবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা হয়। তাঁর বয়স ৪৭ বছর।
পুলিশ জানায়, মুক্তার বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মধ্যম মহিষায়। তাঁর স্বামীর নাম আরব আলী।
মুক্তার সঙ্গে একটি ব্যবস্থাপত্র ছিল। ব্যবস্থাপত্রের তথ্য অনুযায়ী তিনি ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন।
মুক্তা চিকিৎসা নেওয়ার জন্য মাতুয়াইলের শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে যাচ্ছিলেন। ইনস্টিটিউটের সামনে সড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি পিকআপ তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুক্তারাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। বেলা ১১টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
পুলিশ জানায়,চালককে আটক ও পিকআপটি জব্দ করা হয়েছে।
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       