Dr. Aminul Islam
Published:2021-10-28 07:28:49 BdST
৪০০ শয্যা হচ্ছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
সংবাদ দাতা 
_____________
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ৪০০ শয্যায় উন্নীত হচ্ছে।
২৬ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বিজ্ঞপ্তিতে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে ৪০০ শয্যায় উন্নীত এবং বর্ধিত সেবা কার্যক্রম চালু করার অনুমোদনের কথা জানানো হয়।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে এতদিন ২০০ শয্যা ছিল। আরও ২০০ শয্যা বাড়ানোর ফলে বেশি মানুষ চিকিৎসা সেবা পাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
এই অনুমোদনের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের উপ-পরিচালক ডা. তারিকুল আলম সুমন।
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       