Dr.Liakat Ali
Published:2021-10-27 21:25:07 BdST
মর্গ থেকে মর্মান্তিকসন্তান না হওয়ায় ‘লোক নিন্দা’ সহ্য করতে না পেরে ছাদ থেকে লাফিয়ে নারীর মৃত্যু
প্রতীকী ছবি
সংবাদ দাতা 
________
লোকের কটুক্তি কেড়ে নিলো এক নারীর অমূল্য জীবন। লোকের টিপ্পনী সহ্য করতে না পেরে মারা গেলেন তিনি। 
নিঃসন্তান ছিলেন নাসরিন আক্তার। বিয়ের ১৯ বছর পরও কেন মা হতে পারছেন না, এই নিয়ে নানা কটুকথা শুনতে হতো প্রায়ই। স্বজনদের ধারণা, সহ্য করতে না পেরে মঙ্গলবার তিনতলার ছাদ থেকে লাফ দিয়ে তিনি মারা গেছেন। 
মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে তিনি লালবাগে তাঁদের নিজেদের তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। বিকেল সোয়া চারটার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ওই সময় তাঁর স্বামী মো. জাফর বাসায় ঘুমিয়েছিলেন বলে জানিয়েছেন। তিনি নীলক্ষেতের একটি পেট্রলপাম্পে চাকরি করেন।
মো. জাফর বলেন, ‘আমি ঘুমাচ্ছিলাম। পরে খবর পাই নাসরিন পড়ে গেছে। ও বেশ কিছুদিন ধরে বিষণ্নতায় ভুগছিল। ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। শুধু বলত, ও আর বাঁচবে না।’
নাসরিনের আরেক আত্মীয় বলেন, ১৯ বছর ধরে নাসরিনের সন্তান হচ্ছিল না। অনেকে অনেক কথা বলত। এসব নিয়ে খুব মন খারাপ করতেন নাসরিন।
পরিবারের লোকজন বলেছেন, তিনি ডায়াবেটিসে ভুগছিলেন। সন্তান না হওয়ায় হতাশায় ভুগতেন।
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       