Dr. Aminul Islam
Published:2021-10-20 19:08:40 BdST
সাবধান বাংলাদেশকয়েল থেকে আগুন: ভাইয়ের পর মারা গেল বোনও, মা-ও হাসপাতালে
সংবাদদাতা, মুন্সিগঞ্জ
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১ বছরের শিশু আয়েজ মৃধার মৃত্যুর একদিন পর মারা গেছে তার ২ বছর বয়সী বোন আয়েশা।
গত মঙ্গলবার রাত ১০টায় শিশু আয়েশা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউ ইউনিটে মারা গেছে।
একই ঘটনায় গত সোমবার রাতে শিশু আয়েজের মৃত্যু হয়। একই হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের মা খাদিজা আক্তার (২৮)।
আজ বুধবার সকালে আয়েশার মৃত্যুর খবর নিশ্চিত করে তার নানা মো. জলিল শেখ বলেন, 'কয়েলের ধোঁয়া ফুসফুসে যাওয়ার কারণে আয়েশার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।'
কুকুটিয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. বাবুল হোসেন জানান, আজ ভোর ৫টায় ঢাকা থেকে শিশু আয়েশার মরদেহ নিজ বাড়িতে আনা হয়।
গত সোমবার রাত সাড়ে ৯টায় শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পূর্ব মুন্সিয়া গ্রামের ৩ তলা ভবনের তৃতীয় তলায় মশার কয়েল থেকে আগুন লাগার ঘটনা ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মাহফুজ জানিয়েছিলেন, ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাসার আগুন নিভে যায়, তবে কক্ষে প্রচণ্ড ধোঁয়া ছিল। ধোঁয়ার কারণে সবাই অসুস্থ হয়ে যায়। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়।
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       