ডেস্ক
Published:2021-08-12 20:33:00 BdST
গলায় আপেলের টুকরা আটকে শিশুর করুণ মৃত্যু,দ্রুত হাসপাতালে নিলে বাঁচাতে পারতেন ডাক্তার
সংবাদ দাতা 
____________
গলায় আপেলের টুকরা আটকে শিশুর। কিন্তু দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয় নি। ডাক্তারের কাছে নেওয়ার অাগেই মৃত্যু হয় শিশুর। 
জামালপুরের ইসলামপুরে বুধবার বিকেলে পাথর্শী ইউনিয়নের বানিয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুটির নাম হযরত আলী। তার বয়স দেড় বছর। সে জামালপুর সদর উপজেলার লাহিড়ীকান্দা গ্রামের ফারুক মিয়ার ছেলে।
শিশুটির নানাবাড়ি ইসলামপুর উপজেলার বানিয়াবাড়ি গ্রামে। কয়েক দিন আগে সে নানাবাড়িতে বেড়াতে যায়। আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে শিশুটি একটি আপেল খাচ্ছিল। এ সময় আপেলের একটি টুকরো তার গলায় আটকে যায়। এতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ হল, এ ধরনের ঘটনায় দেরী করবেন না। শিশুর গলায় খাদ্যসহ নানা জিনিস অাটকে যাওয়ার ঘটনা ঘটে। যেসব শিশুকে দ্রুত হাসপাতালে অানা হয়, ডাক্তার তার জীবন বাঁচাতে পারেন। দেরী হলে, নানা টোটকা চিকিৎসা দেওয়ার পর অানা হলে কিছু করার থাকে না। বেশীরভাগ ক্ষেত্রে বাড়িতেই শিশুর মৃত্যু হয়।
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       