Dr.Liakat Ali
Published:2021-07-31 02:40:01 BdST
চট্টগ্রাম মেডিকেলের প্রথম ব্যাচের ছাত্র ডা. মীর সিরাজুল হক চৌধুরী আর নেই
ডেস্ক 
______________
চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রথম ব্যাচের ছাত্র কক্সবাজার জেলার লোক প্রিয় ডাক্তার মীর সিরাজুল হক চৌধুরী আজ ৩০/৭/২১ তারিখে প্রয়াত হয়েছেন। ডা. শাহজাহান নাজির এ তথ্য জানান। 
ডা. সিরাজুল হক চৌধুরী র প্রয়াণে 
ডাক্তার প্রতিদিন সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের প্রফেসর ডা সুলতানা আলগিন গভীর শোক জানান। 
বলেন, চিকিৎসক সমাজের সূর্য সন্তান ডা. মীর সিরাজুল হক চৌধুরী চট্টগ্রাম মেডিকেল কলেজের সোনালী প্রথম ব্যাচের শিক্ষার্থী। তাঁর প্রতি সশ্রদ্ধ সালাম।
তাঁর শোক সন্তপ্ত পরিবারের জন্য সমবেদনা জানাই। 
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       