SAHA ANTAR
Published:2021-07-11 17:13:57 BdST
নতুন ৪ হাজার চিকিৎসক ও ৪ নার্স নিয়োগ দেওয়া হচ্ছে
ডেস্ক 
________________
বাংলাদেশে নতুন করে চার হাজার চিকিৎসক ও চার হাজার নার্স নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী।
১০ জুলাই ২১ রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী ।
তিনি বলেন, দেশে করোনাভাইরাসের বিস্তার বিপজ্জনক রূপ নেওয়ার পরিপ্রেক্ষিতে রাজধানীতে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে ১২০০ শয্যার ফিল্ড হাসপাতাল স্থাপন করা হচ্ছে, যার নাম দেওয়া হয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা করোনা ডেডিকেটেড হাসপাতাল।
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       