Dr. Solaiman Nabi
Published:2021-06-30 18:12:04 BdST
৩০ দিনে ৩৫৫ মৃত্যু, রাজশাহী থেকে শিক্ষা নিন, টিকা নিন
ডা. সোলায়মান নবী 
________________________
দোহাই লাগে, রাজশাহী মেডিকেল পরিস্থিতি তথা রাজশাহীর অবস্থা থেকে শিক্ষা নিন।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চলতি মাসের ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ৩০ দিনে করোনায় ৩৫৫ জনের মৃত্যু হয়েছে। এতে মৃত্যু এই অঞ্চলের ইতিহাসে কখনোই দেখে নাই বৃহত্তর রাজশাহীবাসী।
শান্তি, সুবাতাস, সুন্দরের শহর রাজশাহী এখন মৃত্যুর শহর। নেমে এসেছে পাকিস্তান হানাদার বাহিনীর মত হত্যাযজ্ঞের মত মৃত্যুর বিভীষিকা।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১২ জনের মধ্যে রাজশাহী জেলার আটজন, চাঁপাইনবাবগঞ্জ জেলার দুইজন, নাটোর ও নওগাঁ জেলার একজন করে।
গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩ জন। বুধবার সকাল ৬টা পর্যন্ত এ হাসপাতালে ভর্তি আছেন ৪৬০ জন।
রামেক হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৪০৫টি।
কুলিয়ে ওঠা যাচ্ছে না। ডাক্তার স্বাস্থ্য সেবা কর্মীরা জান পরান দিয়ে রোগীদের বাঁচাতে লড়াই করছেন। অনেককে বাঁচিয়ে তুলছেন। 
কিন্তু ডাক্তার বনাম যম- অাজরাইলের টানাটানি চলছে। 
ডাক্তার বাহিনী যখন লড়াইয়ে জিতে মৃতপ্রায় মানুষের জীবন ফিরিয়ে দিচ্ছেন,জীবন ফিরে পাওয়া রোগীর স্বজনের চোখে গভীর কৃতজ্ঞতা। 
কিন্তু কোন রোগী যখন মারা যাচ্ছে, ডাক্তার নার্স স্বজনরা সবাই কান্নায় ভেঙে পড়ছেন। এটাই রাজশাহী মেডিকেলের চিত্র।
কিন্তু এই মৃত্যুর পাহাড়ের জন্য এবার পাকিস্তানি হানাদার, জামাতীআলবদর আলশামস রাজাকার দায়ী নয়। এবার দায়ী আমরাই। একদল একালের রাজাকার আলবদর আলশামস হুজুর মোল্লার বকাওয়াজে বিভ্রান্ত হবেন না।
"মুসলমানদের করোনা হয় না। " গরীব লোকজনের করোনা হয় না" করোনা আল্লাহর সৈনিক, এজাতীয়  দাজ্জালদের বকাওয়াজ শুনে নিজের মৃত্যু ডেকে আনবেন না। 
ওরা এসব বলে আপনাকে আজরাইলের হাতে তুলে দিচ্ছে। ওদের কথায় বিশ্বাস মানে শয়তান, দজ্জাল দের কথায় বিশ্বাস। 
রাজশাহী মেডিকেল থেকে শিক্ষা নিন। ৩০ দিনে ৩৫৫ মৃত্যু। তাই স্বাস্থ্য বিধি মেনে চলুন। টিকা আসছে।
টিকা নিন। ওইসব দাজ্জালীদের কথায় নিজে মরে সরকারকে বিপদে ফেলার কদর্য ষড়যন্ত্রের শিকার হবেন না। বরং সরকারের কাছে টিকা চান। সেটা আপনার আমার ন্যায্য দাবি। 
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       