ডেস্ক
Published:2021-06-11 15:22:26 BdST
সৌদি আরব প্রত্যাগত ডা. আবদুল মান্নান আর নেই
ডা. আজাদ হাসান 
________________________
সৌদি আরব হতে প্রত্যাগত চিকিৎসক আবদুল মান্নান সম্প্রতি একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। 
"
মরহুম ডা. আবদুল মান্নান সাহেব রাজশাহী মেডিকেল কলেজ হতে ১৯৮২ সনে এমবিবিএস পাশ করেন। উনি রামেক-এর ১৮তম ব্যাচের ছাত্র ছিলেন।
কর্মজীবনে উনি দীর্ঘ দিন যাবৎ সৌদি আরবের রিয়াদে কর্মরত ছিলেন। সবশেষ উনি "কষা"- তে "হুতা আল সুদূর"- এর একটা PHC তে চাকুরীরত ছিলেন। দীর্ঘ প্রায় ২০ বৎসর চাকুরী শেষে গত ফেব্রুয়ারি ২০২১-এ ফাইনাল এক্সিটে দেশে চলে যান। উনি রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দা ছিলেন।
সম্প্রতি উনি অসুস্থ হলে, Severe anemia, Renal impairement ও সর্বশেষে Covid positive নিয়ে "এভার কেয়ার হাসপাতালে" চিকিসাধীন ছিলেন।
মৃত্যুকালে স্ত্রী এবং দুই ছেলে রেখে গিয়েছেন। বড় ছেলে ইঞ্জিনিয়ার, বর্তমানে কানাডায় বসবাসরত এবং ছোট ছেলে বুয়েটের স্টুডেন্ট। 
ডা. আবদুল মান্নান সাহেব অত্যন্ত সজ্জন মানুষ ছিলেন।
প্রফেসর ডা সুলতানা আলগিনের শোক
______________
ডাক্তার প্রতিদিন সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের প্রফেসর ডা সুলতানা আলগিন প্রয়াত ডা.আবদুল মান্নানের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক জানান।
প্রফেসর ডা সুলতানা আলগিন বলেন,
ডা. আবদুল মান্নান বাংলাদেশের এক সজ্জন চিকিৎসক হিসেবে বিদেশের মাটিতে রোগী সেবা দিয়ে, হাজারো রোগীর জীবন রক্ষা করে মাতৃভূমির সম্মান বৃদ্ধি করেছেন।
তাঁর বিদেহী আত্মা র শান্তি কামনা করি। তাঁর প্রতি সম্মান জানাই।
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       