Dr. Aminul Islam
Published:2021-06-02 14:45:17 BdST
মর্মান্তিক "ঘরে খাবারের কষ্ট, আমার বউ অনেক কষ্টে খাবার যোগাড় করতেছে...আর থাকতে পারলাম না চলে যাচ্ছি!"
সংবাদ দাতা 
_____________
সোমবার রাতে টুটুল ফেসবুক পোস্টে লেখেন, ‘গত ৩ মাস থেকে আমার ঘরে খাবার এর কষ্ট, আমার বউ অনেক কষ্টে খাবার যোগাড় করতেছে...আর থাকতে পারলাম না চলে যাচ্ছি।’
দীর্ঘ ফেসবুক পোস্টে তিনি ঋণে জর্জরিত হওয়ার বর্ণনা দেন। তিনি লেখেন, ‘আমি বেঁচে থাকলে আরও ঋণ বেড়ে যাবে তাই চলে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নাই। যদি সম্ভব হয় আমার স্ত্রী, ছেলে, মেয়ের থাকার একটা ব্যবস্থা করে দিবেন আপনারা।’
পোস্টে টুটুল ঢাকার একটি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ইনস্টিটিউটের কথা উল্লেখ করে দাবি করেন যে ওই প্রতিষ্ঠানের মালিকের কাছে তার ১৭ লাখ টাকা পাওনা আছে।
রাজশাহীতে নিজ বাড়িতে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত
অবস্থায় এইমআইটি ফ্রিল্যান্সারের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত মো. আনোয়ারুল ইসলাম টুটুল (৩৫) সোনার বাংলা ড্রিম আইটির চেয়ারম্যান ছিলেন।
সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহী শহরের শেখপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মনোরোগ বিশেষজ্ঞ র মত

___________________________
এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু প্রসঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের প্রফেসর ও ওসিডি ক্লিনিক ও জেরিয়াট্রিক ক্লিনিকের কনসালটেন্ট ডা. সুলতানা আলগিন বলেন, মনোরোগ সেবার সচেতনতা আমরা সকলের কাছে পৌঁছে দিতে পারি নি। আনোয়ারুল,
 এই স্বাপ্নিক মানুষটি মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তারের কনসালটেশনে এলে এভাবে অসময়ে তাঁর প্রস্থান ঘটতো না।
মনোরোগ চিকিৎসকরা তাঁর জীবন বাঁচাতে পারতেন।
তার মনোবল ছিল। 
তিনি কর্মবীর ছিলেন। তিনি একজন মহান উদ্যোক্তা ছিলেন। 
করোনা অতি মারী কালে তিনি সাময়িক হতাশ হয়ে পড়েছিলেন। এটা ছিল সাময়িক। মানসিক রোগ বিশেষজ্ঞদের কাছে এলে তাদের পরামর্শ নিলে এই মূল্যবান মানুষকে হারাতাম না।
মানসিক রোগ, সাইকিয়াট্রি মানে পাগলামি নয়।
মনের সকল উত্থান পতন,হতাশা, বেদনা, কান্না, বিষন্নতা, বিপন্নতা ; সবকিছুর চিকিৎসা দিয়ে জীবনের গতি পথে ফিরিয়ে আনি আমরা।
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       