ডেস্ক
Published:2021-05-29 18:48:12 BdST
সিএমসি১৫ ও চট্টগ্রাম বিএমএর সাবেক সভাপতি ডা.মর্তুজা হারুন আর নেই
সংবাদ দাতা 
________________
চট্টগ্রাম মেডিকেল কলেজের কৃতি শিক্ষার্থী, সিএমসি১৫ এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সাবেক সভাপতি ডা. গোলাম মর্তুজা হারুন (৬৯) নেই । তিনি চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
ডাক্তার প্রতিদিন সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের প্রফেসর এবং সিএমসি ২৮ ডা সুলতানা আলগিন এক শোকবার্তায় ডা মর্তুজা র প্রয়াণে গভীর শোক জানান। 
তিনি বলেন, ডা মর্তুজা ভাই অামাদের চট্টগ্রাম মেডিকেল কলেজের কৃতি সন্তান। তিনি একজন অগ্রগণ্য চিকিৎসক নেতা ছিলেন। খুব সদালাপী, সজ্জন, পরোপকারী মানুষ ছিলেন। 
তাঁর প্রয়াণে চট্টগ্রাম মেডিকেল তার সূর্য সন্তানকে হারাল।
শনিবার (২৯ মে) ভোররাতে বন্দর নগরীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৈাধুরী বলেন, ডা. গোলাম মর্তুজার মৃত্যুতে বিএমএ চট্টগ্রাম শাখা গভীরভাবে শোকাহত। শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের একটি মসজিদে তার জানাজা হবে। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       