SAHA ANTAR
Published:2021-05-18 22:32:45 BdST
অতিমারী : কবি জয় গোস্বামী হাসপাতালে
ডেস্ক 
______________
বাংলা কবিতার সর্বকালের সেরা কবিদের একজন, কবি জয় গোস্বামীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত তাঁর শারীরির অবস্থা স্থিতিশীল। তাঁর স্ত্রী কাবেরী গোস্বামীর কোভিড রিপোর্ট নেগেটিভ।
তবে অবস্থার সামান্য অবনতি হওয়ায় সিসিইউ-তে পরে স্থানান্তরিত করা হয় জয় গোস্বামীকে। বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রের খবর, চিকিৎসকদের পর্যবেক্ষণে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সামান্য আচ্ছন্ন ভাব আছে। অক্সিজেনের সাহায্যে রয়েছেন কবি।
দিন কয়েক ধরে অসুস্থ ছিলেন এই কবি। কয়েক বার বমি করেন। পাশাপাশি পেটের সমস্যা চলছিল, গায়ে জ্বরও ছিল। এমন অবস্থায় তড়িঘড়ি তাঁকে বেলেঘাটা আইডিতে নিয়ে যায় পরিবার। কবির অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীরা। 
সন্দ্বীপ চন্দ্র জানান,ভাল নেই কবি। অবস্থার অবনতি হওয়ায় বেলেঘাটা আইডি হাসপাতালের সিসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছে কোভিডে আক্রান্ত বর্ষীয়ান কবি জয় গোস্বামীকে। তাঁর দ্রুত সুস্থতা কামনা করি।
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       